অগ্রণী ব্যাংকে জুলাই শহিদ দিবসে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই ২০২৫ বাদ জোহর ব্যাংকের প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় নামাজ ঘরে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আনোয়ারুল ইসলাম।
দোয়া অনুষ্ঠানে ব্যাংকের উর্ধ্বতন নির্বাহী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এসময় জুলাই শহিদগণের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
এছাড়াও ব্যাংকে এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি ব্যাংকের সকল কার্যালয় ও শাখাসমূহে সার্কেলের সমন্বয়ে দোয়ার আয়োজন করা হয়।