ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

এক দিনে ৪ লাখের বেশি যাত্রী পরিবহণের রেকর্ড মেট্রোরেলের

একদিনে ৪ লাখ যাত্রী পরিবহণের মাইলফলক অর্জন করেছে মেট্রোরেল। এর আগে একদিনে সাড়ে ৩ লাখের বেশি যাত্রী পরিবহণের রেকর্ড ছিল মেট্রোরেলের।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেইজের এক পোস্টে এ তথ্য জানানো হয়। বর্তমানে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ উত্তরা থেকে মতিঝিল রুটে উভয় পথে যাত্রী পরিবহণ করছে।

ডিএমটিসিএল ফেসবুক পোস্টে জানায়, গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মেট্রোরেল যাত্রী সেবায় প্রথমবারের মতো ৪ লাখ ৩ হাজার ১৬৪ জন যাত্রী পরিবহণ করেছে। এই মাইলফলক অর্জনে মেট্রো পরিবারের সঙ্গে সম্পৃক্ত সকল, সম্মানিত যাত্রী, শুভানুধ্যায়ী এবং অংশীজনদেরকে মেট্রোরেল পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হচ্ছে।

ডিএমটিসিএল আরও জানায়, এ মহতী লক্ষ্য অর্জনে সার্বিক নির্দেশনা ও পরামর্শ প্রদানের জন্য সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং সিনিয়র সচিব জনাব মো. এহছানুল হককের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সম্মানিত মেট্রো যাত্রীদের সেবায় আমরা নিবেদিত। আগামীর পথচলায় আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।

এর আগে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ জানান, আমরা যদি টঙ্গী পর্যন্ত মেট্রো চালু করতে পারি তাহলে আমাদের যাত্রী আরো বাড়বে। আমাদের টার্গেট হচ্ছে দৈনিক সাড়ে পাঁচ লাখ যাত্রী পরিবহণ করা।

মোংলা বন্দরে প্রথমবারের মতো খালাস হচ্ছে আর্জেন্টিনা থেকে আসা গমের চালান

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

এক দিনে ৪ লাখের বেশি যাত্রী পরিবহণের রেকর্ড মেট্রোরেলের

আপডেট সময় ১১:১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

একদিনে ৪ লাখ যাত্রী পরিবহণের মাইলফলক অর্জন করেছে মেট্রোরেল। এর আগে একদিনে সাড়ে ৩ লাখের বেশি যাত্রী পরিবহণের রেকর্ড ছিল মেট্রোরেলের।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেইজের এক পোস্টে এ তথ্য জানানো হয়। বর্তমানে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ উত্তরা থেকে মতিঝিল রুটে উভয় পথে যাত্রী পরিবহণ করছে।

ডিএমটিসিএল ফেসবুক পোস্টে জানায়, গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মেট্রোরেল যাত্রী সেবায় প্রথমবারের মতো ৪ লাখ ৩ হাজার ১৬৪ জন যাত্রী পরিবহণ করেছে। এই মাইলফলক অর্জনে মেট্রো পরিবারের সঙ্গে সম্পৃক্ত সকল, সম্মানিত যাত্রী, শুভানুধ্যায়ী এবং অংশীজনদেরকে মেট্রোরেল পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হচ্ছে।

ডিএমটিসিএল আরও জানায়, এ মহতী লক্ষ্য অর্জনে সার্বিক নির্দেশনা ও পরামর্শ প্রদানের জন্য সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং সিনিয়র সচিব জনাব মো. এহছানুল হককের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সম্মানিত মেট্রো যাত্রীদের সেবায় আমরা নিবেদিত। আগামীর পথচলায় আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।

এর আগে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ জানান, আমরা যদি টঙ্গী পর্যন্ত মেট্রো চালু করতে পারি তাহলে আমাদের যাত্রী আরো বাড়বে। আমাদের টার্গেট হচ্ছে দৈনিক সাড়ে পাঁচ লাখ যাত্রী পরিবহণ করা।

মোংলা বন্দরে প্রথমবারের মতো খালাস হচ্ছে আর্জেন্টিনা থেকে আসা গমের চালান