চলতি মাস এখনও শেষ হয়নি। তবুও সর্বকালের সেরা প্রবাসী আয় এসেছে এই মার্চে। মার্চের প্রথম ২৬ দিনে প্রবাসী আয় এসেছে ২৯৪ কোটি ৫০ লাখ ডলার। একক মাসে এত বেশি পরিমাণ প্রবাসী আয় আগে কখনও আসেনি দেশে।
আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে, গত বছরের ডিসেম্বরে প্রবাসীদের ২৬৪ কোটি ডলার এসেছিল, ওটাই ছিল একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স। তারও আগে, ২০২০ সালের জুলাই মাসে ২৬০ কোটি ডলারের রেকর্ড রেমিট্যান্স এসেছিল।