মোংলা বন্দরের আয় বেড়েছে। বিগত অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরে বেশি আয় হয়েছে প্রায় ১৭কোটি টাকা। আর এ আয় বৃদ্ধি সম্ভব হয়েছে অধিক সংখ্যক জাহাজের আগমন, কনটেইনার ও পণ্য হ্যান্ডেলিং এবং রিকন্ডিশন্ড গাড়ী আমদানীসহ সকল সূচকেই ঊর্ধ্বগতিতে। একই সঙ্গে এ বন্দরকে ঘিরে বাস্তবায়ন হচ্ছে নানা মেগা প্রকল্প, তাতে সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানও।
মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, ২০২৩-২৪ইং অর্থ বছরে এ বন্দরে ৮৪৬টি জাহাজ এসেছে। অন্যদিকে ২০২২-২৩ইং অর্থ বছরে জাহাজ আসে ৮২৭টি। আর ২০২২-২০২৩ইং অর্থ বছরের রিকন্ডিশন্ড গাড়ী আমদানি হয়েছিল ১৩হাজার ৫৭৬টি, অন্যদিকে ২০২৩-২০২৪ইং অর্থ বছরে ১৫ হাজার ৩৪০টি গাড়ী আমদানি হয়েছে। গত ১০বছরে এ বন্দর দিয়ে আমদানী হয় এক লাখ উনপঞ্চাশ হাজার একশত তিপ্পান্নটি গাড়ী। ২০২৩-২৪ইল অর্থ বছরে ১০৮.৬৮ লাখ মেট্টিক টন পণ্য হ্যান্ডেলিং হয়েছে। অন্যদিকে ২০২২-২৩ইং অর্থবছরে ৯৯.০৫ লাখ টন পণ্য হ্যান্ডেলিং হয়। ২০২৩-২৪ইং অর্থব ছরে মোংলা বন্দরের মাধ্যমে মোট ৩১,০৪৪ টিইইউজ কনটেইনার হ্যান্ডেলিং হয়েছে। যা ২০২২-২৩ইং অর্থ বছরে ছিল ২৬,৫৮৩টিইইউজ।
আমদানি-রপ্তানির মাধ্যমে ২০২৩-২৪ইং অর্থ বছরে মোট ৩১৯কোটি টাকা রাজস্ব আদায় করে মোংলা বন্দর কর্তৃপক্ষ, যা ২০২২-২৩ইল অর্থ বছরে ছিল ৩০২কোটি টাকা। অর্থাৎ পূর্ববর্তী অর্থ বছরের তুলনায় অর্থ এ অর্থ বছরে অর্জিত রাজস্ব আয় ২৮.৫৫শতাংশ বৃদ্ধি পেয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল শাহীন রহমান বলেন, ২০২৩-২৪ইল অর্থ বছরে এ বন্দরে জাহাজ আগমন লক্ষ্যমাত্রাকে ছাড়িয়েছে। শুধু জাহাজ আগমন নয়, সব সূচকেই ঊর্ধ্বগতি অবস্থানে রয়েছে মোংলা বন্দর। বর্তমানে এ বন্দরে সক্ষমতা বাড়াতে ‘এলসি’ প্রকল্পের আওতায় অনেক মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। কিছু প্রকল্পের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। তিনি আরে বলেন, প্রতিনিয়ত বাড়ছে মোংলা বন্দরের সক্ষমতা। আগামীতে দেশের অর্থনীতিতে আরও বেশি ভূমিকা রাখতে পারবে মোংলা সমুদ্র বন্দর। একইসঙ্গে এ বন্দরকে ঘিরে সরকারি, আধা সরকারি ও বেসরকারিভাবে নতুন নতুন শিল্পকারখানা তৈরি হচ্ছে। এতে সৃষ্টি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থানের।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ পরিচালক মোঃ মাকরুজ্জামান বলেন, পদ্মা সেতুর কারণে রাজধানীর সব থেকে কাছের বন্দর হওয়ায় মোংলা ব্যবহার করে পোশাক শিল্পের বিভিন্ন পণ্য যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। মোংলা বন্দরের সাথে রেল সংযোগ স্থাপন করায় পণ্য আমদানি-রপ্তানিতে নবদিগন্তের সূচনা হয়েছে। মোংলা বন্দরে জাহাজ হ্যান্ডেলিং দ্রুত ও নিরাপদ হওয়ায় দেশি-বিদেশি ব্যবসায়ীরা এ বন্দর ব্যবহারে আরও আগ্রহী হয়ে উঠেছেন। এর ফলে এই মোংলা বন্দর দিয়ে এখন পণ্য আমদানি-রপ্তানি বেড়ে চলেছে। পণ্যগুলোকে নিরাপদ ও নির্বিঘ্নে আমদানি-রপ্তানি করার ক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষ সার্বিক দিক দিয়ে প্রস্তুত রয়েছে।
এছাড়াও ২০২৪-২৫ইং অর্থ-বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত এ বন্দরে মোট ৩৩৭টি বাণিজ্যিক জাহাজ আগমন করে, ৮,৮০০ টিইইউজ কন্টেইনার খালাস ও বোঝাই করা হয়, আমদানিকৃত গাড়ির পরিমাণ ৫,২৯২টি এবং মোট ৪,৪৮৫,৬৯৫ মেট্টিক টন পণ্য আমদানি-রপ্তানি হয়েছে মোংলা বন্দরে।