বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের (বিএসইসি) আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য বিক্রির অর্থ গ্রাহকদের থেকে অনলাইনে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আদায়ে সোনালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়েছে। ৪ ডিসেম্বর বুধবার বিএসইসি কার্যালয়ের সভাকক্ষে এ চুক্তি সম্পন্ন হয়।
বিএসইসি’র চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান ও সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাসের উপস্থিতিতে নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর শেষে চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মোঃ মনিরুজ্জামান ও বিএসইসি’র সচিব এ কে এম আনোয়ার মোর্শেদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিএসইসি’র পরিচালক মোঃ মঞ্জুরুল হাফিজ, মোঃ ওসমান গনি ও ড. মোঃ বেলাল হোসেন, সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আমিনুর রহমান খানসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।