ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাই আন্দোলন নিয়ে ৮ সিনেমা; নির্মাতা চূড়ান্ত বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন : প্রেস সচিব পুলিশে চাকরি পাচ্ছেন আন্দোলনে আহত ১০০ জন: স্বরাষ্ট্র উপদেষ্টা ১৪৪ ধারা ভেঙে সচিবালয় ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের ধাওয়া অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার কাজের তালিকা দিলেন উপদেষ্টা মাহফুজ সরকার গঠনের পর অভিযুক্ত কাউকে দেশত্যাগ করতে দেয়া হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা ট্রুডো কেন হঠাৎ পদত্যাগের ঘোষণা দিলেন? কে হতে যাচ্ছে তার উত্তরসূরি? গঠিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’,  ইরানে হিজাব খুলে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রতিবাদ শক্তিশালী ভূমিকম্পে তিব্বতে নিহতের সংখ্যা বেড়ে ৫৩

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পর ইয়েমেনের বিভিন্ন অংশে বিমান হামলা

ইসরায়েল লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র ছোড়ার পর ইয়েমেনের রাজধানী সানা ও বন্দর শহর হোদেইদাহসহ বেশ কয়েকটি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়ার পর ইসরায়েলের মধ্যাঞ্চলের বহু এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। কিন্তু ইসরায়েলি ভূখন্ডের সীমায় প্রবেশের আগেই ক্ষেপণাস্ত্রটিকে বাধা দিয়ে ধ্বংস করে দেওয়া হয়। এ ঘটনায় কারও আহত হওয়ার খবর হয়নি।

এর কয়েক ঘণ্টা পর ইয়েমেনের শিয়া হুতি গোষ্ঠীর প্রধান গণমাধ্যম আল মাসিরাহ টেলিভিশন জানায়, রাজধানী সানা ও বন্দর শহর হোদেইদাহসহ দেশের বিভিন্ন অংশে বিমান হামলা হয়েছে। সানার দক্ষিণে ও উত্তরে দু’টি কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয়েছে।

ইয়েমেনের বার্তা সংস্থা সাবা জানায়, হোদেইদাহ বন্দরে চারটি ও রাস ঈসা তেল স্থাপনা লক্ষ্য করে দুবার হামলা চালানো হয়েছে।

ইসরায়েল জানায়, তারা ইয়েমেনের হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর গোষ্ঠীটির ব্যবহার করা বন্দর ও জ্বালানি স্থাপনায় আঘাত হেনেছে।

ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, “ইয়েমেনে হুতিদের সামরিক লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত হানা হয়েছে। এসব লক্ষ্যে মধ্যে বন্দর ও সানার জ্বালানি অবকাঠামো আছে। হুতিরা এসব স্থাপনা এমনভাবে ব্যবহার করছে যেটি তাদের সামরিক পদক্ষেপে কার্যকরভাবে ভূমিকা রাখছে।”

আল আরাবিয়া নিউজ জানায়, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার বিষয়টি জানানোর কিছুক্ষণ পর দেশটিতে হুতিদের বিভিন্ন লক্ষ্যে হামলার কথা ঘোষণা করে ইসরায়েল।

এর আগে সোমবার হুতি গোষ্ঠী জানিয়েছিল, তারা ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর জাফার একটি সামরিক লক্ষ্যের উদ্দেশ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই নিয়ে চলতি সপ্তাহের মধ্যে তারা ইসরায়েল লক্ষ্য করে দু’টি ক্ষেপণাস্ত্র ছুড়ল বলে ধারণা করা হচ্ছে।

রয়টার্স জানিয়েছে, ইরানের সমর্থন পাওয়া ইয়েমেনের গোষ্ঠীটি ইসরায়েলের দিকে বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে আসছে। গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা এসব হামলা চালাচ্ছে বলে দাবি হুতিদের।

ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর নভেম্বর থেকে ইয়েমেন উপকূল সংলগ্ন লোহিত সাগর, এডেন উপসাগর আরব সাগরে আন্তর্জাতিক রুটে চলাচলকারী জাহাজগুলোতে হামলা চালাচ্ছে হুতিরা। তাদের দাবি, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলি জাহাজ বা তাদের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোতে হামলা চালাচ্ছে তারা।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পর ইয়েমেনের বিভিন্ন অংশে বিমান হামলা

আপডেট সময় ০১:১৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

ইসরায়েল লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র ছোড়ার পর ইয়েমেনের রাজধানী সানা ও বন্দর শহর হোদেইদাহসহ বেশ কয়েকটি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়ার পর ইসরায়েলের মধ্যাঞ্চলের বহু এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। কিন্তু ইসরায়েলি ভূখন্ডের সীমায় প্রবেশের আগেই ক্ষেপণাস্ত্রটিকে বাধা দিয়ে ধ্বংস করে দেওয়া হয়। এ ঘটনায় কারও আহত হওয়ার খবর হয়নি।

এর কয়েক ঘণ্টা পর ইয়েমেনের শিয়া হুতি গোষ্ঠীর প্রধান গণমাধ্যম আল মাসিরাহ টেলিভিশন জানায়, রাজধানী সানা ও বন্দর শহর হোদেইদাহসহ দেশের বিভিন্ন অংশে বিমান হামলা হয়েছে। সানার দক্ষিণে ও উত্তরে দু’টি কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয়েছে।

ইয়েমেনের বার্তা সংস্থা সাবা জানায়, হোদেইদাহ বন্দরে চারটি ও রাস ঈসা তেল স্থাপনা লক্ষ্য করে দুবার হামলা চালানো হয়েছে।

ইসরায়েল জানায়, তারা ইয়েমেনের হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর গোষ্ঠীটির ব্যবহার করা বন্দর ও জ্বালানি স্থাপনায় আঘাত হেনেছে।

ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, “ইয়েমেনে হুতিদের সামরিক লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত হানা হয়েছে। এসব লক্ষ্যে মধ্যে বন্দর ও সানার জ্বালানি অবকাঠামো আছে। হুতিরা এসব স্থাপনা এমনভাবে ব্যবহার করছে যেটি তাদের সামরিক পদক্ষেপে কার্যকরভাবে ভূমিকা রাখছে।”

আল আরাবিয়া নিউজ জানায়, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার বিষয়টি জানানোর কিছুক্ষণ পর দেশটিতে হুতিদের বিভিন্ন লক্ষ্যে হামলার কথা ঘোষণা করে ইসরায়েল।

এর আগে সোমবার হুতি গোষ্ঠী জানিয়েছিল, তারা ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর জাফার একটি সামরিক লক্ষ্যের উদ্দেশ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই নিয়ে চলতি সপ্তাহের মধ্যে তারা ইসরায়েল লক্ষ্য করে দু’টি ক্ষেপণাস্ত্র ছুড়ল বলে ধারণা করা হচ্ছে।

রয়টার্স জানিয়েছে, ইরানের সমর্থন পাওয়া ইয়েমেনের গোষ্ঠীটি ইসরায়েলের দিকে বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে আসছে। গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা এসব হামলা চালাচ্ছে বলে দাবি হুতিদের।

ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর নভেম্বর থেকে ইয়েমেন উপকূল সংলগ্ন লোহিত সাগর, এডেন উপসাগর আরব সাগরে আন্তর্জাতিক রুটে চলাচলকারী জাহাজগুলোতে হামলা চালাচ্ছে হুতিরা। তাদের দাবি, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলি জাহাজ বা তাদের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোতে হামলা চালাচ্ছে তারা।