ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চতুর্থবারের মতো যুক্তরাজ্যের এমপি হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে টিউলিপ সিদ্দিক। ছবি : টিউলিপ সিদ্দিকের এক্স অ্যাকাউন্ট থেকে

যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) অনুষ্ঠিত নির্বাচনে যুক্তরাজ্যের লেবার পার্টির প্রার্থী টিউলিপ তার নির্বাচনি এলাকা হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটের আসন থেকে কজারভেটিভ প্রার্থী ডন উইলিয়ামসকে পরাজিত করেন। খবর হ্যাম অ্যান্ড হাই অনলাইনের।

লেবার পার্টির প্রার্থী টিউলিপ সিদ্দিক মোট ভোট পেয়েছেন ২৩ হাজার ৪৩২টি, যা ২০১৯ সালে অনুষ্ঠিত নির্বাচনে পাওয়া ভোটের চেয়ে ১৪ হাজার ১১৮টি বেশি। দ্বিতীয় অবস্থানে থাকা কনজারভেটিভ পার্টির প্রার্থী ডন উইলিয়ামস পেয়েছেন আট হাজার ৪৬২টি ভোট। তৃতীয় অবস্থানে থাকা গ্রিন পার্টির লরনা রাসেল পেয়েছেন ছয় হাজার ৬৩০টি ভোট।

হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটের আসনটি এবারের নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার কারণে বেশ আলোচিত ছিল। এবারের নির্বাচনের জন্য ২০২৩ সালে হ্যাম্পস্টেড ও কিলবার্নের আসনটি পুনর্গঠন করা হয় হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট হিসেবে। এই আসন থেকে ২০১৫ সাল থেকে এমপি নির্বাচিত হয়ে আসছেন টিউলিপ সিদ্দিক।

নির্বাচনে বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় টিউলিপ সিদ্দিক বলেন, হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটের প্রতিনিধিত্ব করতে পারাটা তার জীবনের অনন্য সম্মানের। তিনি ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘যারা আমাকে ভোট দেননি, আমি তাদেরও প্রতিনিধি হিসেবে কাজ করব। সবার জন্য কঠোর পরিশ্রম করব।’

টিউলিপ সিদ্দিক হলবোর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাস আসন থেকে লেবার পার্টির শীর্ষ নেতা স্যার কিয়ার স্টারমারের বিজয়ে তাকে অভিনন্দন জানান। তিনি বলেন, হেইট স্পিচের শিকার হওয়ার পর যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রথম তাকেই ফোন করেছিলেন। এ ছাড়া ২০১৬ সালে তার সহকর্মী জো কক্স খুন হওয়ার পরও স্টারমারই প্রথম তার পাশে দাঁড়িয়েছিলেন।

যুক্তরাজ্যের জনগণের উদ্দেশে টিউলিপ সিদ্দিক বলেন, ‘আপনারা পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন এবং আপনারা চেয়েছেন স্টারমারের মতো একজন সহানুভূতিশীল ও বিনয়ী নেতা।

আরো পড়ুন : নির্বাচনি লড়াইয়ে থাকার ঘোষণা বাইডেনের

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

চতুর্থবারের মতো যুক্তরাজ্যের এমপি হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক

আপডেট সময় ১১:৪১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪

যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) অনুষ্ঠিত নির্বাচনে যুক্তরাজ্যের লেবার পার্টির প্রার্থী টিউলিপ তার নির্বাচনি এলাকা হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটের আসন থেকে কজারভেটিভ প্রার্থী ডন উইলিয়ামসকে পরাজিত করেন। খবর হ্যাম অ্যান্ড হাই অনলাইনের।

লেবার পার্টির প্রার্থী টিউলিপ সিদ্দিক মোট ভোট পেয়েছেন ২৩ হাজার ৪৩২টি, যা ২০১৯ সালে অনুষ্ঠিত নির্বাচনে পাওয়া ভোটের চেয়ে ১৪ হাজার ১১৮টি বেশি। দ্বিতীয় অবস্থানে থাকা কনজারভেটিভ পার্টির প্রার্থী ডন উইলিয়ামস পেয়েছেন আট হাজার ৪৬২টি ভোট। তৃতীয় অবস্থানে থাকা গ্রিন পার্টির লরনা রাসেল পেয়েছেন ছয় হাজার ৬৩০টি ভোট।

হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটের আসনটি এবারের নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার কারণে বেশ আলোচিত ছিল। এবারের নির্বাচনের জন্য ২০২৩ সালে হ্যাম্পস্টেড ও কিলবার্নের আসনটি পুনর্গঠন করা হয় হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট হিসেবে। এই আসন থেকে ২০১৫ সাল থেকে এমপি নির্বাচিত হয়ে আসছেন টিউলিপ সিদ্দিক।

নির্বাচনে বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় টিউলিপ সিদ্দিক বলেন, হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটের প্রতিনিধিত্ব করতে পারাটা তার জীবনের অনন্য সম্মানের। তিনি ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘যারা আমাকে ভোট দেননি, আমি তাদেরও প্রতিনিধি হিসেবে কাজ করব। সবার জন্য কঠোর পরিশ্রম করব।’

টিউলিপ সিদ্দিক হলবোর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাস আসন থেকে লেবার পার্টির শীর্ষ নেতা স্যার কিয়ার স্টারমারের বিজয়ে তাকে অভিনন্দন জানান। তিনি বলেন, হেইট স্পিচের শিকার হওয়ার পর যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রথম তাকেই ফোন করেছিলেন। এ ছাড়া ২০১৬ সালে তার সহকর্মী জো কক্স খুন হওয়ার পরও স্টারমারই প্রথম তার পাশে দাঁড়িয়েছিলেন।

যুক্তরাজ্যের জনগণের উদ্দেশে টিউলিপ সিদ্দিক বলেন, ‘আপনারা পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন এবং আপনারা চেয়েছেন স্টারমারের মতো একজন সহানুভূতিশীল ও বিনয়ী নেতা।

আরো পড়ুন : নির্বাচনি লড়াইয়ে থাকার ঘোষণা বাইডেনের