চোটের গ্যাঁড়াকলে পড়ে ফুটবল খেলা ভুলে যেতে বসেছেন নেইমার। চোট সারিয়ে মাঠে ফেরেন, যেন ক্ষণিকের অতিথি হয়ে! চোটের সঙ্গে যুদ্ধ করেও নেইমার এখন পর্যন্ত ব্রাজিলের আশা ভরসার প্রদীপ। কার্লো আনচেলত্তি কোচ হয়ে আসার পর সবাই ধরেই নিয়েছিল, জাতীয় দলে জায়গা পাবেন নেইমার। কিন্তু, সবাইকে অবাক করে তাকে দলে রাখেননি আনচেলত্তি।
নেইমারকে দলে না রাখার ব্যাখ্যা দিয়েছেন ব্রাজিলের নতুন কোচ। ৩৩ বছর বয়সী সুপারস্টারকে নিয়ে ভবিষ্যৎ ভাবনার কথা জানিয়ে রেখেছেন আনচেলত্তি। সংবাদ সম্মেলনে তিনি জানান, সেরে ওঠার জন্য সময় দেওয়া হচ্ছে নেইমারকে। খবর গোল ডটকমের।
আনচেলত্তি বলেন, ব্রাজিলের বিশ্বকাপ পরিকল্পনায় সে আছে। তাকে বিবেচনায় রেখেছি। এখনও ব্রাজিলের গুরুত্বপূর্ণ অংশ সে। তার সঙ্গে কথা হয়েছে। চোট থেকে সেরে ওঠার জন্য সময় দেওয়া হয়েছে। দলে যাদের ডেকেছি, চেয়েছি তারা যেন খেলার মতো যথেষ্ট সুস্থ থাকে।’
প্রথম স্কোয়াডে চমকে দিয়েছেন আনচেলত্তি। নেইমারের মতো জায়গা পাননি রিয়াল মাদ্রিদে তার শিষ্য রদ্রিগো। অস্কারকে নিয়ে আলোচনা শোনা যাচ্ছিল। তাকে ফেরানো হয়নি। তবে, এক বছরের বিরতি দিয়ে জাতীয় দলের স্কোয়াডে সুযোগ পেয়েছেন কাসেমিরো। অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যকে প্রাধান্য দিয়েছেন আনচেলত্তি। করিন্থিয়াস গোলরক্ষক হুগো সৌজা অন্যতম বড় চমক ব্রাজিলের স্কোয়াডে।