ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারত ও পাকিস্তানের উত্তেজনায় বাংলাদেশের উদ্বেগ প্রকাশ ভারতের হামলায় মাসুদ আজহার পরিবারের ১০ সদস্য ও ৪ সহযোগী নিহত পাকিস্তানের হামলায় ভূপাতিত ভারতীয় পাঁচ যুদ্ধবিমানের পাইলটরা কোথায়? এক ম্যাচ বাকী রেখেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতল বাংলাদেশ-এ জনগণকে ধন্যবাদ জানালেন তারেক রহমান এনআইডি তথ্য ফাঁসের অভিযোগে দুই প্রতিষ্ঠানের সেবা বন্ধ করল ইসি ভারতের হামলায় পাকিস্তানের ক্ষতিগ্রস্ত মসজিদ পরিদর্শনে জাতিসংঘ সশস্ত্র বাহিনীকে পাল্টা জবাব দেয়ার অনুমতি দিলো পাকিস্তান ‘অপারেশন সিন্দুর’ নিয়ে জয়শঙ্কর বার্তা পাকিস্তানের জম্মু ও কাশ্মীরে ভারতের ৩ যুদ্ধবিমান বিধ্বস্ত

পাকিস্তানের হামলায় ভূপাতিত ভারতীয় পাঁচ যুদ্ধবিমানের পাইলটরা কোথায়?

কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার জেরে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। হামলায় দেশটির পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করছে ইসলামাবাদ। তবে এই দাবির সত্যতা এখনও নিশ্চিত করেনি নয়াদিল্লি।

আজ বুধবার (৭ মে) এক বিবৃতিতে পাকিস্তানের সামরিক মুখপাত্র জানান, তাদের বাহিনী পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তাদের দাবি অনুযায়ী, ভূপাতিত বিমানগুলোর মধ্যে তিনটি রাফাল, একটি সুখোই এসইউ-৩০ ও একটি মিগ-২৯ রয়েছে।

অন্যদিকে কাশ্মীরের স্থানীয় সরকারের সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাতে হিমালয় অঞ্চলের বিভিন্ন স্থানে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। যুদ্ধবিমানগুলোর পাইলটদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের আঘাতের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

ভারত জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ‘অপারেশন সিঁদুর’-এর আওতায় পাকিস্তানের নয়টি স্থানে হামলা চালানো হয়েছে। ওই স্থানগুলো ‘সন্ত্রাসী অবকাঠামো’ হিসেবে ব্যবহৃত হত এবং সেখান থেকে তাদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করা হতো। ভারতীয় সামরিক মুখপাত্র দাবি করেছেন, ওই স্থানগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে।

‘সিঁদুর’, যা বিবাহিত হিন্দু নারীদের ব্যবহৃত লাল সিঁদুরকে বোঝায়। পেহেলগামে ২২ এপ্রিলের হামলায় নিহত ২৬ জন পুরুষ নিহত হন। যাদের অধিকাংশই ছিলেন হিন্দু। হিন্দু বিধবাদের প্রতি ইঙ্গিত করেই এই নাম রাখা হতে পারে।

সশস্ত্র বাহিনীকে পাল্টা জবাব দেয়ার অনুমতি দিলো পাকিস্তান

পাকিস্তানের জম্মু ও কাশ্মীরে ভারতের ৩ যুদ্ধবিমান বিধ্বস্ত

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

পাকিস্তানের হামলায় ভূপাতিত ভারতীয় পাঁচ যুদ্ধবিমানের পাইলটরা কোথায়?

আপডেট সময় ০৬:২১:০৫ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার জেরে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। হামলায় দেশটির পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করছে ইসলামাবাদ। তবে এই দাবির সত্যতা এখনও নিশ্চিত করেনি নয়াদিল্লি।

আজ বুধবার (৭ মে) এক বিবৃতিতে পাকিস্তানের সামরিক মুখপাত্র জানান, তাদের বাহিনী পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তাদের দাবি অনুযায়ী, ভূপাতিত বিমানগুলোর মধ্যে তিনটি রাফাল, একটি সুখোই এসইউ-৩০ ও একটি মিগ-২৯ রয়েছে।

অন্যদিকে কাশ্মীরের স্থানীয় সরকারের সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাতে হিমালয় অঞ্চলের বিভিন্ন স্থানে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। যুদ্ধবিমানগুলোর পাইলটদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের আঘাতের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

ভারত জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ‘অপারেশন সিঁদুর’-এর আওতায় পাকিস্তানের নয়টি স্থানে হামলা চালানো হয়েছে। ওই স্থানগুলো ‘সন্ত্রাসী অবকাঠামো’ হিসেবে ব্যবহৃত হত এবং সেখান থেকে তাদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করা হতো। ভারতীয় সামরিক মুখপাত্র দাবি করেছেন, ওই স্থানগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে।

‘সিঁদুর’, যা বিবাহিত হিন্দু নারীদের ব্যবহৃত লাল সিঁদুরকে বোঝায়। পেহেলগামে ২২ এপ্রিলের হামলায় নিহত ২৬ জন পুরুষ নিহত হন। যাদের অধিকাংশই ছিলেন হিন্দু। হিন্দু বিধবাদের প্রতি ইঙ্গিত করেই এই নাম রাখা হতে পারে।

সশস্ত্র বাহিনীকে পাল্টা জবাব দেয়ার অনুমতি দিলো পাকিস্তান

পাকিস্তানের জম্মু ও কাশ্মীরে ভারতের ৩ যুদ্ধবিমান বিধ্বস্ত