ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

‘পেন্টাগনের’ নাম এখন ‘যুদ্ধ মন্ত্রণালয়’

নির্বাহী আদেশে স্বাক্ষরের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (পেন্টাগন) নাম পরিবর্তন করে ‘ডিপার্টমেন্ট অফ ওয়ার’ বা যুদ্ধ মন্ত্রণালয় রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) ওভাল অফিসে নির্বাহী আদেশে স্বাক্ষরের পর তিনি সাংবাদিকদের বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এই নামটি আরও ‘উপযুক্ত’। খবর সিএনএনের।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী। তাদের শক্তির কথা বিবেচনা করে এই নতুন নামটি নির্বাচন করা হয়েছে।

নির্বাহী আদেশে ট্রাম্পের সই করার পরপরই এর বাস্তবায়ন শুরু হয়ে যায়। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের অফিসের বাইরে সাইনবোর্ড বদলে ফেলা হয়েছে। একইসঙ্গে, ডিপার্টমেন্টের পুরোনো ওয়েবসাইটের নাম ‘ডিফেন্স ডট গব’ থেকে ‘ওয়ার ডট গব’ করা হচ্ছে। দাপ্তরিক সংক্ষিপ্ত রূপ ডিওডি-এর বদলে ডিওডব্লিউ ব্যবহার করা হচ্ছে।

হেগসেথ বলেন, এই পরিবর্তন কেবল নতুন নামকরণ নয়, এটি সামরিক বাহিনীর আসল উদ্দেশ্যকে পুনর্গঠন করার একটি পদক্ষেপ। সশস্ত্র বাহিনী এখন শুধু ‘প্রতিরক্ষা’ নয়, বরং ‘আক্রমণাত্মক’ ভূমিকা নেবে। এই নাম পরিবর্তনের মাধ্যমে যুক্তরাষ্ট্র ‘যোদ্ধা’ তৈরি করবে, শুধু দেশ ‘রক্ষাকারী’ নয়।

সপ্তদশ শতকের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন ‘ডিপার্টমেন্ট অফ ওয়ার’ প্রতিষ্ঠা করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালে প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান সামরিক পুনর্গঠনের অংশ হিসেবে এই বিভাগের নাম পরিবর্তন করে ‘ডিপার্টমেন্ট অফ ডিফেন্স’ বা প্রতিরক্ষা মন্ত্রণালয় করেন।

বর্তমানে ট্রাম্পের স্বাক্ষরিত এই নির্বাহী আদেশটি প্রথম ধাপ। কারণ, স্থায়ীভাবে এই নাম পরিবর্তনের জন্য কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে।

‘শুল্ক ছাড়াই’ বাণিজ্য চায় ভারত : ট্রাম্প

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

‘পেন্টাগনের’ নাম এখন ‘যুদ্ধ মন্ত্রণালয়’

আপডেট সময় ০৬:০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫

নির্বাহী আদেশে স্বাক্ষরের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (পেন্টাগন) নাম পরিবর্তন করে ‘ডিপার্টমেন্ট অফ ওয়ার’ বা যুদ্ধ মন্ত্রণালয় রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) ওভাল অফিসে নির্বাহী আদেশে স্বাক্ষরের পর তিনি সাংবাদিকদের বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এই নামটি আরও ‘উপযুক্ত’। খবর সিএনএনের।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী। তাদের শক্তির কথা বিবেচনা করে এই নতুন নামটি নির্বাচন করা হয়েছে।

নির্বাহী আদেশে ট্রাম্পের সই করার পরপরই এর বাস্তবায়ন শুরু হয়ে যায়। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের অফিসের বাইরে সাইনবোর্ড বদলে ফেলা হয়েছে। একইসঙ্গে, ডিপার্টমেন্টের পুরোনো ওয়েবসাইটের নাম ‘ডিফেন্স ডট গব’ থেকে ‘ওয়ার ডট গব’ করা হচ্ছে। দাপ্তরিক সংক্ষিপ্ত রূপ ডিওডি-এর বদলে ডিওডব্লিউ ব্যবহার করা হচ্ছে।

হেগসেথ বলেন, এই পরিবর্তন কেবল নতুন নামকরণ নয়, এটি সামরিক বাহিনীর আসল উদ্দেশ্যকে পুনর্গঠন করার একটি পদক্ষেপ। সশস্ত্র বাহিনী এখন শুধু ‘প্রতিরক্ষা’ নয়, বরং ‘আক্রমণাত্মক’ ভূমিকা নেবে। এই নাম পরিবর্তনের মাধ্যমে যুক্তরাষ্ট্র ‘যোদ্ধা’ তৈরি করবে, শুধু দেশ ‘রক্ষাকারী’ নয়।

সপ্তদশ শতকের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন ‘ডিপার্টমেন্ট অফ ওয়ার’ প্রতিষ্ঠা করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালে প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান সামরিক পুনর্গঠনের অংশ হিসেবে এই বিভাগের নাম পরিবর্তন করে ‘ডিপার্টমেন্ট অফ ডিফেন্স’ বা প্রতিরক্ষা মন্ত্রণালয় করেন।

বর্তমানে ট্রাম্পের স্বাক্ষরিত এই নির্বাহী আদেশটি প্রথম ধাপ। কারণ, স্থায়ীভাবে এই নাম পরিবর্তনের জন্য কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে।

‘শুল্ক ছাড়াই’ বাণিজ্য চায় ভারত : ট্রাম্প