পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক কঠোর বিবৃতি ভারতকে ‘কাপুরুষোচিত আক্রমণকারী’ আখ্যা দিয়ে বলেছেন, ‘বিশ্বাসঘাতক শত্রু’ (ভারত) পাকিস্তানের পাঁচটি স্থানে কাপুরুষোচিত হামলা চালিয়েছে। এই ‘জঘন্য আগ্রাসনের’ সমুচিত জবাব দেওয়া হবে। খবর বিবিসির।
প্রধানমন্ত্রী শরীফ স্পষ্ট ভাষায় বলেন, ‘এই ন্যক্কারজনক ভারতীয় হামলার কঠোর প্রতিক্রিয়া জানানোর পূর্ণ অধিকার পাকিস্তানের রয়েছে এবং সেই প্রতিক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে।’
শাহবাজ শরীফ বলেন, ‘সমগ্র জাতি তাদের সশস্ত্র বাহিনীর পেছনে ঐক্যবদ্ধ এবং আমাদের মনোবল ও সংকল্প অটুট। আমাদের চিন্তা ও দোয়া পাকিস্তানের সাহসী অফিসার ও জওয়ানদের সঙ্গে রয়েছে।’
প্রধানমন্ত্রী শরীফ দেশবাসীর উদ্দেশে বলেন, ‘পাকিস্তানের জনগণ ও সেনাবাহিনী তাদের শক্তি ও দৃঢ় সংকল্প দিয়ে যেকোনো হুমকি মোকাবিলা ও পরাজিত করতে সম্পূর্ণ প্রস্তুত। শত্রুদের কখনোই তাদের বিদ্বেষপূর্ণ উদ্দেশ্য সফল হতে দেওয়া হবে না।’
পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের ব্রিগেড সদর দপ্তর ধ্বংস, নিহত ৩