ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের ২৫টি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী গতকাল বুধবার (৭ মে) রাত থেকে দেশের অভ্যন্তরে ভারত কর্তৃক পাঠানো ২৫টি ইসরায়েলি তৈরি হারোপ ড্রোন ভূপাতিত করেছে। আজ বৃহস্পতিবার (৮ মে) আইএসপিআরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

আইএসপিআর বিবৃতিতে বলেছে, ‘পাকিস্তানের সশস্ত্র বাহিনী তাদের সফট-কিল (কারিগরি) এবং হার্ড-কিল (অস্ত্রোপচার) দক্ষতা ব্যবহার করে, ভারত কর্তৃক পাঠানো ২৫টি ইসরায়েলি তৈরি হারোপ ড্রোন ভূপাতিত করেছে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ৬ মে পাকিস্তানের বিমান হামলার প্রতিক্রিয়ায় ভারত ‘তার পাঁচটি আধুনিক জেট, বেশ কয়েকটি ড্রোন এবং সৈন্যের মৃত্যুর ঘটনায় আতঙ্কিত’।

তবে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং অন্যান্য সূত্র এই দাবির সত্যতা সম্পর্কে ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাতারাতি ১২টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে। একটি ড্রোন লাহোরের কাছে একটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এতে চার সৈন্য আহত হয়েছেন।

অন্যদিকে, নিউজ৯ এবং টেলিগ্রাফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, পাকিস্তান ইসরায়েলি তৈরি হারোপ মডেলের ১২টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে, যেগুলো করাচি ও লাহোরসহ বিভিন্ন স্থানে ভূপাতিত হয়েছে এবং সেগুলোর ধ্বংসাবশেষ উদ্ধার করা হচ্ছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের হামলায় ৩১ জন নিহত হওয়ার পর পাকিস্তান প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর তীব্র গোলাগুলি হয়েছে।

এ ঘটনায় ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে, পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান উত্তেজনা যে আরও বাড়ছে, তা স্পষ্ট।

সশস্ত্র বাহিনীকে পাল্টা জবাব দেয়ার অনুমতি দিলো পাকিস্তান

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ভারতের ২৫টি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

আপডেট সময় ০৫:৩৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী গতকাল বুধবার (৭ মে) রাত থেকে দেশের অভ্যন্তরে ভারত কর্তৃক পাঠানো ২৫টি ইসরায়েলি তৈরি হারোপ ড্রোন ভূপাতিত করেছে। আজ বৃহস্পতিবার (৮ মে) আইএসপিআরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

আইএসপিআর বিবৃতিতে বলেছে, ‘পাকিস্তানের সশস্ত্র বাহিনী তাদের সফট-কিল (কারিগরি) এবং হার্ড-কিল (অস্ত্রোপচার) দক্ষতা ব্যবহার করে, ভারত কর্তৃক পাঠানো ২৫টি ইসরায়েলি তৈরি হারোপ ড্রোন ভূপাতিত করেছে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ৬ মে পাকিস্তানের বিমান হামলার প্রতিক্রিয়ায় ভারত ‘তার পাঁচটি আধুনিক জেট, বেশ কয়েকটি ড্রোন এবং সৈন্যের মৃত্যুর ঘটনায় আতঙ্কিত’।

তবে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং অন্যান্য সূত্র এই দাবির সত্যতা সম্পর্কে ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাতারাতি ১২টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে। একটি ড্রোন লাহোরের কাছে একটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এতে চার সৈন্য আহত হয়েছেন।

অন্যদিকে, নিউজ৯ এবং টেলিগ্রাফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, পাকিস্তান ইসরায়েলি তৈরি হারোপ মডেলের ১২টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে, যেগুলো করাচি ও লাহোরসহ বিভিন্ন স্থানে ভূপাতিত হয়েছে এবং সেগুলোর ধ্বংসাবশেষ উদ্ধার করা হচ্ছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের হামলায় ৩১ জন নিহত হওয়ার পর পাকিস্তান প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর তীব্র গোলাগুলি হয়েছে।

এ ঘটনায় ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে, পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান উত্তেজনা যে আরও বাড়ছে, তা স্পষ্ট।

সশস্ত্র বাহিনীকে পাল্টা জবাব দেয়ার অনুমতি দিলো পাকিস্তান