ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পার্সকে ৬-৩ গোলের ব্যবধানে হারিয়েছে লিভারপুল। দলের হয়ে দুটি করে গোল করেন লুইস দিয়াজ ও মোহামেদ সালাহ। একবার করে জালে বল পাঠান ম্যাক অ্যালিস্টার ও সজোবোজলাই।
রোববার (২২ ডিসেম্বর) টটেনহ্যামের মাঠে ম্যাচের ২৩ তম মিনিটে প্রথম লিড নেয় লিভারপুল। গোল করেন কলম্বিয়ান তারকা লুইস দিয়াজ। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ম্যাক অ্যালিস্টার।
স্বাগতিক মিডফিল্ডার জেমস মেডিসন ৪২ মিনিটে গোল করে ম্যাচে ফেরার বার্তা দেন। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে সজোবোজলাই গোল করে কতৃর্ত্বের সঙ্গে প্রধমার্ধ শেষ করেন। ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সফরকারীরা।
বিরতির পর দু’দলই আক্রমণাত্মক ভঙিতে খেলতে থাকে। তখনও আন্দাজ করা যায়নি খেলা শেষে কতটা হাইভোল্টেজ স্কোরলাইন পাবে ম্যাচটি। প্রিমিয়ার লিগে এই দুই দলের মধ্যে লড়াইয়ে এত বড় স্কোরলাইন আগে দেখা যায়নি। আগের সবচেয়ে বেশি গোলের ম্যাচটি ছিল ১৯৯৩ সালের মে মাসে, সেই ম্যাচে ৬-২ গোলে জিতেছিল লিভারপুল।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই গোলের দেখা পেয়ে যান সালাহ। ম্যাচের ৫৪ ও ৬১ মিনিটে গোল করেন তিনি। অল রেডসরা ৫-১ গোলের লিড নেয়।
ম্যাচ একপ্রকার শেষ হবার পর ৭২ ও ৮৩ মিনিটে গোল করে ব্যবধান ৫-৩ করে টটেনহ্যাম। পরে ৮৫ মিনিটে দিয়াজ নিজের দ্বিতীয় গোল করে লিভারপুলের গোল সংখ্যা ৬ করেন ও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করেন।
উল্লেখ্য, নিউক্যাসেল ইউনাইটেড ও ফুলহ্যামের বিপক্ষে পয়েন্ট হারানোর পর দাপুটে জয়ে ফিরল অল রেডসরা। দারুণ এই জয়ে শীর্ষস্থান মজবুত করলো দলটি। ১৬ ম্যাচে ১২ জয় ও তিন ড্রয়ে তাদের পয়েন্ট ৩৯। অপরদিকে, চলতি মোসুমে লিগে অষ্টমবারের মতো হারের স্বাদ পেলো টটেনহ্যাম। ১৭ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১১ নম্বরে অবস্থান করছে লন্ডনের ক্লাবটি।