পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। শান্ত স্বভাবের এই তারকা ব্যাট হাতে হয়ে ওঠেন অশান্ত। যেদিন জ্বলে ওঠেন, ছারখার হয় প্রতিপক্ষ। ওয়ানডে ও টেস্টের মতো টি-টোয়েন্টিতেও সমান প্রভাব তার। ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে এবার গড়লেন নতুন রেকর্ড। সবচেয়ে কম ইনিংসে তিন হাজার রান করার অর্জন এখন রিজওয়ানের নামের পাশে।
টি-টোয়েন্টিতে এতদিন সবচেয়ে কম ইনিংসে তিন হাজার রান ছোঁয়ার রেকর্ড যৌথভাবে ছিল বাবর আজম ও বিরাট কোহলির। দুজনেরই লেগেছিল ৮১ ইনিংস। রিজওয়ান সেটি ভাঙলেন দুই ইনিংস কম খেলে। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে, নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৭৯তম ইনিংসে এই রেকর্ড গড়েন তিনি।
রিজওয়ানের টি-টোয়েন্টি অভিষেক ঘটে বাংলাদেশের বিপক্ষে, ২০১৫ সালে। এরপর থেকে পাকিস্তানের অন্যতম ভরসা হয়ে উঠেছেন তিনি। ৩২ বছর বয়সী এই তারকা মোট টি-টোয়েন্টি খেলেছেন ৯৩টি। ৯৩ ম্যাচে তার সংগ্রহ ৩০৪৮ রান। অর্ধশতক আছে ২৬টি, শতক একটি। অধুনা টি-টোয়েন্টির হিসেবে স্ট্রাইক রেট কিছুটা ধীর, ১২৭.৪২।
জাতীয় দলের পাশাপাশি রিজওয়ান দুনিয়া জুড়ে খেলে বেড়ান ফ্র্যাঞ্চাইজি লিগ। আজ এক দেশ তো কাল আরেক দেশ। খেলেছেন বিপিএল, সিপিএল, বিগব্যাশ। নিজ দেশের পিএসএল তো আছেই।
আরো পড়ুন : বায়ার্নের কোচ হচ্ছেন জিদান