ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে সরাসরি বিশ্বকাপে খেলার স্বপ্ন ফিকে হয় বাংলাদেশের। সেই ক্যারিবিয়ানদের বিপক্ষে আবারও হারল বাংলাদেশ। নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হন নিগার-নাহিদারা। ম্যাচে ৩ উইকেটে হারে বাংলাদেশ।
পাকিস্তানের লাহোর সিটি ক্রিকেট মাঠে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। ভালো শুরুর পরও ৫০ ওভারে ৯ উইকেটে ২২৮ রানে থামে ইনিংস। জবাবে ৪৬ ওভারে ৭ উইকেটে ২২৮ করে উইন্ডিজরা।
২২৮ রানের লক্ষ্য খুব বড় নয়। সেটি তাড়া করতে নেমে ক্যারিবীয় নারীরা ধীরেসুস্থে এগোতে থাকে গন্তব্যের দিকে। ৭৪ রানে ৩ উইকেট তুলে অবশ্য ম্যাচ কিছুটা জমিয়ে তুলেছিল বাংলাদেশ। কিন্তু, ধরে রাখতে পারেনি তা। ছোট ছোট ইনিংসে রানের ব্যবধান কমাতে থাকে ক্যারিবীয় ব্যাটাররা।
স্টেফানি টেইলর ৩৬ ও অধিনায়ক হেইলি ম্যাথুস ৩৩ করে দলের ভিত মজবুত করেন। যেখানে দাঁড়িয়ে জয়ের পথ সুগম করেন চিনেল্লি হেনরি। ৪৮ বলে ৫১ রানে অপরাজিত থাকেন তিনি।
আগে ব্যাটিংয়ে নেমে ১৬ রানে ওপেনার সুবহানা মুস্তারির উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে দারুণ জুটি গড়েন শারমিন আক্তার সুপ্তা ও ফারজানা হক পিংকি মিলে। দুজনের জুটিতে আসে ১১৮ রান। কিন্তু, ২৮তম ওভারে বিদায় নেন দুজনই। তাদের ফেরান আলিয়া অ্যালেন। প্রথমে ফিরতি ক্যাচে বিদায় করেন ৭৮ বলে ৪২ রান করা ফারজানাকে। এক বল বাদে অসাধারণ ইনসুইংয়ে বোল্ড করেন শারমিনকে। আউট হওয়ার আগে ৭৯ বলে ৬৭ রান করেন শারমিন।
দুই সেট ব্যাটার সাজঘরে ফিরলেও আশার আলো হয়ে ক্রিজে ছিলেন অধিনায়ক জ্যোতি। আগের তিন ম্যাচে দুই ফিফটি ও একটি সেঞ্চুরি করা জ্যোতি জ্বলে উঠতে ব্যর্থ। ১০ বলে ৫ রান করে বোল্ড হন অ্যালেনের বলেই। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ্। থেমেছে রানের গতি।
শেষদিকে নাহিদা আক্তারের ২৫ এবং ৫টি চারে রাবেয়া খানের ২০ বলে অপরাজিত ২৩ রান বাংলাদেশকে এনে দেয় মোটামুটি একটা সংগ্রহ।
৪ ম্যাচ শেষে ৩ জয়ে বাংলাদেশের পয়েন্ট ৬। আগামী ১৯ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। সরাসরি বিশ্বকাপ খেলতে হলে ম্যাচটি থেকে পয়েন্ট বের করতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের।