ভারতের বিপক্ষে প্রথম টেস্টের আগে আলোচনায় ছিল চেন্নাইয়ের উইকেট। কেমন হতে পারে উইকেট তা নিয়ে ছিল নানা জল্পনা-কল্পনা। একাধিক উইকেট প্রস্তুত রেখে বাংলাদেশকে ভড়কে দেওয়ার পরিকল্পনা ছিল স্বাগতিকদের। টসের পর ভারতের একাদশে দেখা গেল তেমনটাই। তিন পেসার নিয়ে মাঠে নেমেছে স্বাগতিকরা।
চেন্নাইয়ের উইকেট সাধারণত স্পিন সহায়ক হলেও এবার তেমনটা দেখা যাওয়ার সম্ভাবনা নেই। কারণ পেসারদের সুবিধা দিতেই উইকেট তৈরি করেছে ভারত। যার ফলে স্পিনারদের থেকে পেসারদের প্রাধান্য দিয়েই একাদশ সাজিয়েছে রোহিতরা।
পাকিস্তান সিরিজের দল থেকে এই সিরিজের দলে খুব বেশি পরিবর্তন আনেনি বাংলাদেশ। এর কারণ গত সিরিজের পারফরম্যান্স। চোটের কারণে নেই শরিফুল ইসলাম। এই পেসারকে পাওয়া না গেলেও একাদশ গড়তে খুব একটা সমস্যায় পড়তে হয়নি টিম ম্যানেজমেন্টকে। ভারতের মতো বাংলাদেশও তিন পেসার নিয়েই মাঠে নেমেছে।
বাংলাদেশ একাদশ : সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল ইসলাম, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।
ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, রিশাভ পন্থ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, আকাশ দীপ ও মোহাম্মদ সিরাজ।
আরো পড়ুন :নারী বিশ্বকাপের জন্য স্কোয়াড দিলো বাংলাদেশ
বাংলাদেশের জন্য ভারত সিরিজ সহজ হবে না: গাঙ্গুলী