ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদসহ ৫ জনের নামে মামলা সাড়ে ৯ লাখ টাকার জুতা পরেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান মেগা প্রজেক্টের নামে দেশটাকে শেষ করে দিয়েছে শেখ হাসিনা সরকার : বিএনপি মহাসচিব জার্মানিতে ব্যাটারিচালিত ট্রেনের যুগে টেসলার অভিষেক সেনাবাহিনীকে সবখানে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক হবে না: ফখরুল অর্পিত দায়িত্ব পালনে সবার সহযোগিতা চাইলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান দেশে গ্যাস-বিদ্যুতের ঘাটতি হবে না : উপদেষ্টা ফাওজুল কবির যুক্তরাষ্ট্রে ইউনূস-মোদি বৈঠক হচ্ছে না চয়নিকার সিনেমায় দেবকে নায়ক হিসেবে চান , নায়িকা কে হবেন? ঢাবিতে যুবক ও জাবিতে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা: আইন হাতে তুলে না নিতে আহ্বান

দীর্ঘ ৫ বছর পর ভারত সফরে কি প্রত্যাশা বিসিবি সভাপতির

দীর্ঘ ৫ বছর পর ভারত সফরে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ দুপুরে বাংলাদেশের টেস্ট দল ভারতগামী বিমানে উঠবেন। এই সফরে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচ খেলবে বাংলাদেশ। এই সিরিজ নিয়ে নিজের প্রত্যাশার কথা জানালেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক আহমেদ বলেন, ‘আমরা খুব ভালো করে জানি, আমাদের দলের শক্তিমত্তা কী, আমরা যে নিয়মিত উন্নতি করছি। বোর্ড প্রেসিডেন্ট ও সাবেক খেলোয়াড় হিসেবে একটা কথা বলতে পারি, দুই-একটা জয়ের চেয়ে যদি পারফরম্যান্সটা একটা মানে নিয়ে যেতে পারি, যেখান থেকে দলটা নিয়মিতভাবে জিতবে এবং একটা শক্তিতে দাঁড়াবে। যেমন ওয়ানডেতে এখন মানুষ মনে করে, বাংলাদেশ একটা শক্তিশালী দল। যদিও গত ওয়ানডে বিশ্বকাপে আমরা আশানুরূপ খেলতে পারিনি।

ফারুক আহমেদ আরও যোগ করেন, ‘আমি মনে করি, ভালো খেলাটা গুরুত্বপূর্ণ। খেলায় তো হার-জিত আসবেই। এটা খেলার একটা অংশ। আমরা সবাই জানি, ভারতের শক্তি কী, আমাদের শক্তি কী। আমাদের সবচেয়ে রোমাঞ্চকর বিষয় হচ্ছে, এরকম একটা পেস বোলিং বিভাগ আমি বাংলাদেশে কখনও দেখিনি। আমার খেলার সময় বা সাম্প্রতিক সময়ে দেখিনি। আমরা জানি আমাদের স্পিন বোলিং ভালো। কিন্তু পেস বোলিং অবিশ্বাস্য ছিল।’

২০১৯ সালে সর্বশেষবার ভারত সফরে গিয়ে ২ টেস্ট ও ৩ টি-২০ ম্যাচের সিরিজ খেলে বাংলাদেশ। সেবার কলকাতায় দিবারাত্রির টেস্ট খেলে প্রথমবারের মতো দুই দল। ইন্দোরে খেলে দ্বিতীয় টেস্ট। এরপর ২০২৩ সালে ওয়ানডে বিশকাপ খেলতে ভারতে গেছে বাংলাদেশ দল। চেন্নাইয়ে দুটি ম্যাচও খেলেছে। তবে এবারই প্রথম টেস্ট খেলবে এই ভেন্যুতে।

আরো পড়ুন :

বাংলাদেশ-ভারত সিরিজে ধারাভাষ্যকার হিসেবে থাকবেন তামিম ইকবাল।

ভারত সফরে বাংলাদেশের টেস্ট স্কোয়াড ঘোষণা, নেই শরিফুল

পাকিস্তানকে হারানোর পর ভারতকেও কি হারাবে বাংলাদেশ :সৌরভ গাঙ্গুলী

বাংলাদেশ সফর নিয়ে সিদ্ধান্তহীনতায় দক্ষিণ আফ্রিকা

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদসহ ৫ জনের নামে মামলা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দীর্ঘ ৫ বছর পর ভারত সফরে কি প্রত্যাশা বিসিবি সভাপতির

আপডেট সময় ১১:২৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

দীর্ঘ ৫ বছর পর ভারত সফরে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ দুপুরে বাংলাদেশের টেস্ট দল ভারতগামী বিমানে উঠবেন। এই সফরে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচ খেলবে বাংলাদেশ। এই সিরিজ নিয়ে নিজের প্রত্যাশার কথা জানালেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক আহমেদ বলেন, ‘আমরা খুব ভালো করে জানি, আমাদের দলের শক্তিমত্তা কী, আমরা যে নিয়মিত উন্নতি করছি। বোর্ড প্রেসিডেন্ট ও সাবেক খেলোয়াড় হিসেবে একটা কথা বলতে পারি, দুই-একটা জয়ের চেয়ে যদি পারফরম্যান্সটা একটা মানে নিয়ে যেতে পারি, যেখান থেকে দলটা নিয়মিতভাবে জিতবে এবং একটা শক্তিতে দাঁড়াবে। যেমন ওয়ানডেতে এখন মানুষ মনে করে, বাংলাদেশ একটা শক্তিশালী দল। যদিও গত ওয়ানডে বিশ্বকাপে আমরা আশানুরূপ খেলতে পারিনি।

ফারুক আহমেদ আরও যোগ করেন, ‘আমি মনে করি, ভালো খেলাটা গুরুত্বপূর্ণ। খেলায় তো হার-জিত আসবেই। এটা খেলার একটা অংশ। আমরা সবাই জানি, ভারতের শক্তি কী, আমাদের শক্তি কী। আমাদের সবচেয়ে রোমাঞ্চকর বিষয় হচ্ছে, এরকম একটা পেস বোলিং বিভাগ আমি বাংলাদেশে কখনও দেখিনি। আমার খেলার সময় বা সাম্প্রতিক সময়ে দেখিনি। আমরা জানি আমাদের স্পিন বোলিং ভালো। কিন্তু পেস বোলিং অবিশ্বাস্য ছিল।’

২০১৯ সালে সর্বশেষবার ভারত সফরে গিয়ে ২ টেস্ট ও ৩ টি-২০ ম্যাচের সিরিজ খেলে বাংলাদেশ। সেবার কলকাতায় দিবারাত্রির টেস্ট খেলে প্রথমবারের মতো দুই দল। ইন্দোরে খেলে দ্বিতীয় টেস্ট। এরপর ২০২৩ সালে ওয়ানডে বিশকাপ খেলতে ভারতে গেছে বাংলাদেশ দল। চেন্নাইয়ে দুটি ম্যাচও খেলেছে। তবে এবারই প্রথম টেস্ট খেলবে এই ভেন্যুতে।

আরো পড়ুন :

বাংলাদেশ-ভারত সিরিজে ধারাভাষ্যকার হিসেবে থাকবেন তামিম ইকবাল।

ভারত সফরে বাংলাদেশের টেস্ট স্কোয়াড ঘোষণা, নেই শরিফুল

পাকিস্তানকে হারানোর পর ভারতকেও কি হারাবে বাংলাদেশ :সৌরভ গাঙ্গুলী

বাংলাদেশ সফর নিয়ে সিদ্ধান্তহীনতায় দক্ষিণ আফ্রিকা