ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেট টেস্ট

প্রথম দিন হতাশায় কাটল বাংলাদেশের

হতাশায় মোড়ানো একটি দিন শেষ করেছে বাংলাদেশ দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ রোববার (২০ এপ্রিল) দিনটি মোটেই পক্ষে ছিল না শান্তদের। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশকে পিছিয়ে রাখতে হচ্ছে। প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। জবাবে জিম্বাবুয়ে দিন শেষ করেছে বিনা উইকেটে ৬৭ রানে। বাংলাদেশের চেয়ে ১২৪ রানে পিছিয়ে থাকলেও প্রথম দিনের সার্বিক বিবেচনায় সফরকারীদের এগিয়ে রাখা যায়।

ব্যাটিংয়ে যেমন বিবর্ণ ছিল বাংলাদেশ, বল হাতেও পারেনি সুযোগ তৈরি করতে। ১৪.১ ওভার বল করেও তাই বোলাররা তুলতে পারেনি জিম্বাবুয়ের কোনো উইকেট। সফরকারী দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারান মিলে উদ্বোধনী জুটি পার করেন দিন। বেনেট অপরাজিত ৪০ রানে, কারান ১৭ রানে।

টস জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে যেন উঠেপড়ে লাগেন বাংলাদেশের ব্যাটাররা। মুমিনুল হকের ৫৬ ও শান্তর ৪০ রান ছাড়া বলার মতো সংগ্রহ গড়তে পারেননি কেউই। ব্লেসিং মুজারাবানি ও ওয়েলিংটন মাসাকাদজার বোলিং তোপে দিশেহারা হয়ে পড়েন ব্যাটাররা। দুজনই নেন ৩টি করে ‍উইকেট। দুটি করে উইকেট শিকার করেন ভিক্টর নায়ুচি ও ওয়েসলি মাদেভিরে।

ভিক্টর নায়ুচি প্রথম সাফল্য এনে দেন জিম্বাবুয়েকে। ইনিংসের নবম ওভারে ব্রায়ান বেনেটের ক্যাচে পরিণত হন সাদমান। বাংলাদেশ হারায় প্রথম উইকেট। ২৩ বলে ১২ রান করে সাদমান বিদায় নেন। এক ওভার বিরতি দিয়ে নায়ুচি তুলে নেন দ্বিতীয় ওপেনার জয়কেও। এবার উইকেটের পেছনে ক্যাচ নেন নায়াশা মায়াভো। ৩৫ বলে ১৪ রান করেন জয়।

৩২ রানে ২ উইকেট হারানো বাংলাদেশকে খানিক স্বস্তি এনে দেন শান্ত ও মুমিনুল হক। দুজনের জুটিতে আসে ৬৬ রান। ৪০ রানে বিদায় নেন শান্ত। ৯৮ রানে ৩ উইকেট হারানোর পর মুমিনুল হককে সঙ্গ দিতে ক্রিজে আসেন মুশফিকুর রহিম। কিন্তু, থিতু হতে পারেননি তিনিও। মাত্র ৪ রান করে ওয়েলিংটন মাসাকাদজার বলে ব্রায়ান বেনেটের তালুবন্দি হন মুশফিক। ফিফটির পর বিদায় নেন মুমিনুলও। ৫৬ রান আসে তার ব্যাট থেকে। ১ রানে আউট হয়ে বিপদ বাড়ান মেহেদী হাসান মিরাজ।

যে বিপদ আর সামাল দেওয়া যায়নি। ব্যাটিং ব্যর্থতায় ঘরের মাঠে পড়তে হয়েছে লজ্জায়।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস : ৬১ ওভারে ১৯১/১০ (জয় ১৪, সাদমান ১২, মুমিনুল ৫৬, শান্ত ৪০, মুশফিক ৪, জাকের ২৮, মিরাজ ১, তাইজুল ৩, হাসান ১৯, খালেদ ৪*, নাহিদ ০; এনগারাভা ১৪-২-৩৭-০, মুজারাবানি ১৯-৪-৫০-৩, নায়ুচি ১৫-২-৭৪-২, মাদেভিরে ৩-২-২-২, মাসাকাদজা ১০-৪-২১-৩)

জিম্বাবুয়ে প্রথম ইনিংস : ১৪.১ ওভারে ৬৭/০* ( বেনেট ৪০*, কারান ১৭*; হাসান ৫-২-১৬-০, নাহিদ ৪.১-০-২১-০, খালেদ ২-০-১১-০, মিরাজ ৩-১-১০-০)

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

রাস্তা তো নয়, যেন মরণ ফাঁদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সিলেট টেস্ট

প্রথম দিন হতাশায় কাটল বাংলাদেশের

আপডেট সময় ০৬:১১:২৪ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

হতাশায় মোড়ানো একটি দিন শেষ করেছে বাংলাদেশ দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ রোববার (২০ এপ্রিল) দিনটি মোটেই পক্ষে ছিল না শান্তদের। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশকে পিছিয়ে রাখতে হচ্ছে। প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। জবাবে জিম্বাবুয়ে দিন শেষ করেছে বিনা উইকেটে ৬৭ রানে। বাংলাদেশের চেয়ে ১২৪ রানে পিছিয়ে থাকলেও প্রথম দিনের সার্বিক বিবেচনায় সফরকারীদের এগিয়ে রাখা যায়।

ব্যাটিংয়ে যেমন বিবর্ণ ছিল বাংলাদেশ, বল হাতেও পারেনি সুযোগ তৈরি করতে। ১৪.১ ওভার বল করেও তাই বোলাররা তুলতে পারেনি জিম্বাবুয়ের কোনো উইকেট। সফরকারী দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারান মিলে উদ্বোধনী জুটি পার করেন দিন। বেনেট অপরাজিত ৪০ রানে, কারান ১৭ রানে।

টস জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে যেন উঠেপড়ে লাগেন বাংলাদেশের ব্যাটাররা। মুমিনুল হকের ৫৬ ও শান্তর ৪০ রান ছাড়া বলার মতো সংগ্রহ গড়তে পারেননি কেউই। ব্লেসিং মুজারাবানি ও ওয়েলিংটন মাসাকাদজার বোলিং তোপে দিশেহারা হয়ে পড়েন ব্যাটাররা। দুজনই নেন ৩টি করে ‍উইকেট। দুটি করে উইকেট শিকার করেন ভিক্টর নায়ুচি ও ওয়েসলি মাদেভিরে।

ভিক্টর নায়ুচি প্রথম সাফল্য এনে দেন জিম্বাবুয়েকে। ইনিংসের নবম ওভারে ব্রায়ান বেনেটের ক্যাচে পরিণত হন সাদমান। বাংলাদেশ হারায় প্রথম উইকেট। ২৩ বলে ১২ রান করে সাদমান বিদায় নেন। এক ওভার বিরতি দিয়ে নায়ুচি তুলে নেন দ্বিতীয় ওপেনার জয়কেও। এবার উইকেটের পেছনে ক্যাচ নেন নায়াশা মায়াভো। ৩৫ বলে ১৪ রান করেন জয়।

৩২ রানে ২ উইকেট হারানো বাংলাদেশকে খানিক স্বস্তি এনে দেন শান্ত ও মুমিনুল হক। দুজনের জুটিতে আসে ৬৬ রান। ৪০ রানে বিদায় নেন শান্ত। ৯৮ রানে ৩ উইকেট হারানোর পর মুমিনুল হককে সঙ্গ দিতে ক্রিজে আসেন মুশফিকুর রহিম। কিন্তু, থিতু হতে পারেননি তিনিও। মাত্র ৪ রান করে ওয়েলিংটন মাসাকাদজার বলে ব্রায়ান বেনেটের তালুবন্দি হন মুশফিক। ফিফটির পর বিদায় নেন মুমিনুলও। ৫৬ রান আসে তার ব্যাট থেকে। ১ রানে আউট হয়ে বিপদ বাড়ান মেহেদী হাসান মিরাজ।

যে বিপদ আর সামাল দেওয়া যায়নি। ব্যাটিং ব্যর্থতায় ঘরের মাঠে পড়তে হয়েছে লজ্জায়।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস : ৬১ ওভারে ১৯১/১০ (জয় ১৪, সাদমান ১২, মুমিনুল ৫৬, শান্ত ৪০, মুশফিক ৪, জাকের ২৮, মিরাজ ১, তাইজুল ৩, হাসান ১৯, খালেদ ৪*, নাহিদ ০; এনগারাভা ১৪-২-৩৭-০, মুজারাবানি ১৯-৪-৫০-৩, নায়ুচি ১৫-২-৭৪-২, মাদেভিরে ৩-২-২-২, মাসাকাদজা ১০-৪-২১-৩)

জিম্বাবুয়ে প্রথম ইনিংস : ১৪.১ ওভারে ৬৭/০* ( বেনেট ৪০*, কারান ১৭*; হাসান ৫-২-১৬-০, নাহিদ ৪.১-০-২১-০, খালেদ ২-০-১১-০, মিরাজ ৩-১-১০-০)