বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল ক্রিকেট থেকে দূরে আছেন অনেক দিন থেকেই। বাংলাদেশ জাতীয় দল ক্রিকেটে ব্যস্ত থাকলেও দলের সাথে নেই এই দেশসেরা ওপেনার। তবে এবার দলের সাথে একই স্টেডিয়ামে দেখা যাবে তামিমকে। তবে সাকিব-মুশফিকরা মাঠে থাকলেও তামিম থাকবেন ধারাভাষ্য কক্ষে।
দেশীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই বাঁহাতি ব্যাটসম্যান ইতিমধ্যে মাঠের বাইরে ধারাভাষ্যকার হিসেবে প্রশংসা কুড়িয়েছেন। এবার তাই আন্তর্জাতিক মঞ্চেও ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হচ্ছে এই ওপেনারের।
নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ককে মাইক্রোফোন হাতে ধারাভাষ্য দিতে দেখা গেছে। এবার ভারতের বিপক্ষে আসন্ন বাংলাদেশ-ভারত সিরিজেও ধারাভাষ্য কক্ষে থাকছেন তিনি। জানা গেছে, দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের ধারাভাষ্য দেবেন তামিম।
আরো পড়ুন :
ভারত সফরে বাংলাদেশের টেস্ট স্কোয়াড ঘোষণা, নেই শরিফুল
ক্রিকেটারদের সঙ্গে প্রধান উপদেষ্টা
পাকিস্তানকে হারানোর পর ভারতকেও কি হারাবে বাংলাদেশ :সৌরভ গাঙ্গুলী