২০২৩ ওয়ানডে বিশ্বকাপটা ভালো যায়নি বাংলাদেশের। ৯ ম্যাচের সাতটিতে হারলেও ভারতের বিপক্ষে দারুণ লড়াইয়ে বার্তা দিয়েছিল নাজমুল শান্তর দল। তবে, শেষ হাসি হাসতে পারেনি। সেই ম্যাচের আগে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে ড্রেসিংরুমে ডেকে নিয়ে গিয়েছিলেন ওপেনার রোহিত শর্মা। কী বলেছিলেন এই তারকা ক্রিকেটার, এবার তাই জানালেন মিরাজ।
সম্প্রতি এক অনলাইন মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রোহিতের সঙ্গে সেই সাক্ষাৎ এর বিষয়ে মুখ খোলেন মিরাজ। এই বিষয়ে মিরাজ বলেন, ‘যখন আমি ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাই। তখন ভারত ম্যাচের আগে রোহিত শর্মা আমাকে ডাকে এবং অনেকক্ষণ কথা বলে। রোহিত আমাকে কয়েকটা কথা বলেছিল। ওই কথাগুলো আমার অনেক ভালো লাগে। রোহিত বলেছিল, আমাদের (ভারতীয় দল) ড্রেসিংরুমের দিকে তাকাও; প্রথম থেকে শেষ পর্যন্ত বেশিরভাগই দেশি কোচ এবং একজন লোকাল কোচের দেশের প্রতি যে অনুভূতি থাকবে, সেটা কিন্তু বিদেশি কোচদের থাকবে না।’
মিরাজ আরও যোগ করেন, ‘ও বলেছিল, যখন ড্রেসিংরুমে লোকাল কোচরা থাকবে এবং তুমি তোমার মনের ভাব প্রকাশ করতে পারবে। তারা তোমাকে অনেককিছুই শেখাবে। উদাহরণস্বরুপ—জাতীয় সংগীত গাওয়ার সময় দেশি কোচরা যতটা অনুভূতি থাকবে, সেটা কিন্তু বিদেশি কোচদের থাকবে না। কারণ ওই বিদেশি কোচ তো সেটার মর্মই বুঝবে না। লোকাল কোচরা দলে থাকলে তোমাদের জন্য আরও ভালো হবে। তোমাদের উচিত লোকাল কোচদের আরও উৎসাহ দেওয়া।’
এই কথাগুলো রোহিত বলেছিল, আর আমি এই কথাগুলো অনেকের সাথে শেয়ারও করেছি। দলের ভেতরেও কথাগুলো শেয়ার করেছি। সিনিয়র ক্রিকেটাররাও রোহিতের এই কথার সাথে একাত্মতা প্রকাশ করে।
আরো পড়ুন : পাকিস্তান জয়ের পর ভারত সফরের প্রস্তুতি