ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি উঁকি দিচ্ছিলো মুশফিকুর রহিমের ব্যাটে। পাকিস্তানের মাটিতে ২১ বছরের দলীয় কোনো ব্যাটারের সেঞ্চুরি খরার আক্ষেপ মিটিয়ে নিজেই পুড়লেন মাত্র ৯ রানের হতাশায়। ব্যক্তিগত ১৯১ রানে রিজওয়ানের তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন মিস্টার ডিপেন্ডেবল।
আরেকটি ডাবল সেঞ্চুরির আশা জাগিয়েও পারলেন না মুশফিকুর রহিম। ১৯১ রানে থামলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
মোহাম্মদ আলির অফ স্টাম্পের একটু বাইরের ডেলিভারিতে স্কয়ার কাট করতে চেয়েছিলেন মুশফিক। বাড়তি বাউন্সের জন্য ঠিক মতো পারেননি। ব্যাটের কানায় লেগে জমা পড়ে মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে। ভাঙে ১৯৬ রানের জুটি।
আরও পড়ুন : মুশফিক এর দেড় শতকে চালকের আসনে বাংলাদেশ