মেলবোর্নে ভারত ওপেনার যশস্বী জয়সওয়ালের আউট বিতর্কে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের বিচক্ষণ সিদ্ধান্তে কেউ পক্ষে তো কেউ বিপক্ষে বলছেন। অধিনায়ক রোহিত শর্মার কাছেও আউট হয়েছে মনে হলেও মানতে চাইছেন না ভারতীয় অনেক সাবেক বা সমর্থকরা।
আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলাকে কাঠগড়ায় দাঁড় করানোয় চটেছেন ভারতের সাবেক উইকেটকিপার ব্যাটার সুরিন্দর খান্না। ঘটনায় ভারত দলের কৌশল ও মানসিকতার কড়া সমালোচনা করে স্বদেশিদের মিথ্যাবাদী বলছেন তিনি।
অস্ট্রেলিয়ার জয় তোলা টেস্টটির শেষদিনে ঘটনার সূত্রপাত। প্যাট কামিন্সের ৭১তম ওভার, ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার দরকার তখন ৪ উইকেট, ভারতের ২০০ রান। এমন সময়ে বাউন্সারে ফাইন লেগে খেলতে চেয়েছিলেন জয়সওয়াল। বল জমা পড়ে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির গ্লাভসে, ক্যাচের আবেদন করে অজিরা। মাঠ আম্পায়ার আউট না দেয়ায় কামিন্সের রিভিউয়ে সিদ্ধান্ত যায় তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলার দুয়ারে। রিপ্লেতে দেখা যায় বল ব্যাট ও গ্লাভস ছুঁয়েছে। কিন্তু স্নিকোমিটারে লাইনগুলো বড় হয়ে ওঠার কথা থাকলেও তা দেখা যায়নি। তবুও আউটের সিদ্ধান্তই দেন সৈকত।
ভারতীয় সংবাদমাধ্যমে ১০টি ওয়ানডে খেলা সাবেক ব্যাটার সুরিন্দর বলেছেন, ‘এখানে বিতর্ক করার কোনো সুযোগ নেই। তারা চারটি কোণ থেকে দেখিয়েছে যে, বল গ্লাভস ছুঁয়েছে এবং অ্যালেক্স ক্যারির গ্লাভসে বল যাওয়ার আগে গতিও কমে গিয়েছিল।’
‘এরআগে আকাশ দীপ যখন আউট হয়েছিল, সেও একই ধরনের অভিযোগ করেছিল। এরা মিথ্যাবাদী। প্রথমে আপনাকে স্বচ্ছতা নিয়ে খেলতে হবে, তারপর আপনি জেতা শুরু করবেন। যখন আপনার হাতে ব্যাট কীভাবে বুঝবেন এজ হয়েছে কী হয়নি? আমরা খারাপ খেলে হেরেছি। কী ধরনের ব্যাটিং করেছে তারা। আইপিএলে আসলে এরাই রান করবে।’
নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সুরিন্দর আরও বলেছেন, ‘অতিরিক্ত আক্রমণাত্মক টি-টুয়েন্টি ক্রিকেট খেলবেন না এবং ইতিবাচকভাবে খেলুন। আশা করি নতুন বছরে ভাগ্যের পরিবর্তন হবে।’
বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে ৪৭৪ রানে থেমেছিল অস্ট্রেলিয়া। ভারত প্রথম ইনিংসে যেতে পারে ৩৬৯ পর্যন্ত। স্বাগতিকরা ১০৫ রানের লিড সঙ্গী করে দ্বিতীয় ইনিংসে নামে, ২৩৪ রানে অলআউট হয়। ভারতের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৪০ রানের। ব্যাটিং ধসে ১৫৫ রানে রোহিত শর্মার দল অলআউট হলে ১৮৪ রানে জিতে যায় অস্ট্রেলিয়া। পাঁচ টেস্টের সিরিজে ২-১এ এগিয়ে কামিন্সবাহিনী।