টেস্ট সিরিজে সমতায় শেষ করতে পারলেও ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে মেহেদী হাসান মিরাজের বাংলাদেশ। ওয়ানডের পর টি-টুয়েন্টিতে দায়িত্ব পড়েছে উইকেটকিপার ব্যাটার লিটন দাসের উপর। ১৬ ডিসেম্বর বিজয়ের সকালে নামার আগে সংবাদ মাধ্যমে কথা বলেছেন লিটন।
সাক্ষাতকারে লিটন দাস নিজেদের প্রস্তুতি নিয়ে বলেছেন, ‘ঘাটতি নেই, কারণ গতকাল আমরা কম আলোতে ফিল্ডিং করেছি। এ দলের অনেক খেলোয়াড় অনেক দিন ধরে ওয়ানডে এবং টেস্ট খেলেছে। তারা খেলার উপরেই আছে অনেক দিন ধরে। দুই একটা খেলোয়াড় হয়তো নতুন কিন্তু তারাও দুই একটা সেশন অনুশীলন করার সুযোগ পেয়েছে।’
‘প্রথমত, ওয়ার্ল্ড কাপে যে উইকেট ছিল এটা কিছুটা ভিন্ন। গতকাল যখন অনুশীলন করেছি, উইকেটটা একই ধরণের না। তারা হয়তো উইকেট প্রস্তুত করেছে ভিন্নভাবে। আমরা এখনও ওইভাবে চিন্তা করিনি, আমাদের দলগত কম্বিনেশন ঠিক করে তারপর আগাবো। সবচেয়ে ভালো যে দলটা হবে সেটাই আমরা করার চেষ্টা করব।’
টি-টুয়েন্টি ম্যাচ নিয়ে লিটন আরও বলেন, ‘সাধারণত টি-টুয়েন্টি ম্যাচগুলো আমাদের জন্য কঠিন হয়। যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে খেলা হবে, একটু কঠিন তো আমাদের জন্য হবেই। আমরা চেষ্টা করব এখান থেকে কিভাবে বের হয়ে আসা যায় এবং একটি ভালো সিরিজ খেলার জন্য।’
তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামীকাল সকালে। কিংসটাউনে খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয়টায়।