ঢাকা ১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

তামিমের বরিশালের সামনে নাস্তানাবুদ ঢাকা

গত ম্যাচেই স্কোরবোর্ডে আড়াইশ’র বেশি রান তুলে হুঙ্কার দেখিয়েছিল ঢাকা ক্যাপিটালস। টানা হারের পর বড় জয়ে যেন ভিন্ন কিছুর বার্তা দিয়েছিল ঢাকা। কিন্তু সেই ধারণা ভুল! এক ম্যাচ বাদেই মুদ্রার উল্টোপিঠ দেখল রাজধানীর দলটি। চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের সামনে দাঁড়াতেই পারেনি ঢাকা। তামিম ইকবালের দলের সামনে মাত্র ১৪০ রানের টার্গেট দিতে পেরেছে শাকিব খানের ঢাকা।

চট্টগ্রামের মাটিতে ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু এবারের বিপিএলে তৃতীয় পর্ব। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এমন ম্যাচে আগে ব্যাটিং করে নির্ধারিত ১৯.৩ ওভারে ১০ উইকেটে স্কোরবোর্ডে ১৩৯ রান তোলে ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তানজিদ তামিম। ৪৪ বলে যাতে ছিল দুই চার ও চারটি ছক্কা।

সাগরিগায় এদিন টস জিতে ব্যাটিং বেছে নেয় ঢাকা। আগে ব্যাটিং নিয়ে অবশ্য মোটেই সুবিধা নিতে পারেনি ঢাকা। দলীয় ৩১ রানে ভাঙে আগের ম্যাচের রেকর্ড জুটি। রিপন মন্ডলের বলে ১৭ বলে ১৩ রান করে বিদায় নেন লিটন দাস।

এরপর ওয়ানডাউনে নামা মুনিম শাহরিয়ার রানের খাতাও খুলতে পারেননি। জোড়া ধাক্কা খাওয়ার পর ব্যাটিংয়ে ধস নামে ঢাকার। সাব্বির রহমান, থিসারা পেরেরার, মোসাদ্দেক হোসেন সৈকত, ডি সিলভারা কেউই দাঁড়াতে পারেনি। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ছিলেন স্রেফ তানজিদ তামিম। উইকেট আগলে রেখে দলকে ১৩৯ রানের লক্ষ্য এনে দেন এই ওপেনার।

বাকিদের মধ্যে ফারমানউল্লাহ শুধুমাত্র ২২ রান করেছেন। বাকিরা কেউই ২০ এর ঘর পার করতে পারেননি।

বরিশালের হয়ে বল হাতে ৩৯ রান দিয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন তানভীর ইসলাম। দুই উইকেট নেন ফাহিম আশরাফ। রিপন মন্ডল ও মাহমুদউল্লাহর শিকার একটি।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

তামিমের বরিশালের সামনে নাস্তানাবুদ ঢাকা

আপডেট সময় ০৪:৩৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

গত ম্যাচেই স্কোরবোর্ডে আড়াইশ’র বেশি রান তুলে হুঙ্কার দেখিয়েছিল ঢাকা ক্যাপিটালস। টানা হারের পর বড় জয়ে যেন ভিন্ন কিছুর বার্তা দিয়েছিল ঢাকা। কিন্তু সেই ধারণা ভুল! এক ম্যাচ বাদেই মুদ্রার উল্টোপিঠ দেখল রাজধানীর দলটি। চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের সামনে দাঁড়াতেই পারেনি ঢাকা। তামিম ইকবালের দলের সামনে মাত্র ১৪০ রানের টার্গেট দিতে পেরেছে শাকিব খানের ঢাকা।

চট্টগ্রামের মাটিতে ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু এবারের বিপিএলে তৃতীয় পর্ব। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এমন ম্যাচে আগে ব্যাটিং করে নির্ধারিত ১৯.৩ ওভারে ১০ উইকেটে স্কোরবোর্ডে ১৩৯ রান তোলে ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তানজিদ তামিম। ৪৪ বলে যাতে ছিল দুই চার ও চারটি ছক্কা।

সাগরিগায় এদিন টস জিতে ব্যাটিং বেছে নেয় ঢাকা। আগে ব্যাটিং নিয়ে অবশ্য মোটেই সুবিধা নিতে পারেনি ঢাকা। দলীয় ৩১ রানে ভাঙে আগের ম্যাচের রেকর্ড জুটি। রিপন মন্ডলের বলে ১৭ বলে ১৩ রান করে বিদায় নেন লিটন দাস।

এরপর ওয়ানডাউনে নামা মুনিম শাহরিয়ার রানের খাতাও খুলতে পারেননি। জোড়া ধাক্কা খাওয়ার পর ব্যাটিংয়ে ধস নামে ঢাকার। সাব্বির রহমান, থিসারা পেরেরার, মোসাদ্দেক হোসেন সৈকত, ডি সিলভারা কেউই দাঁড়াতে পারেনি। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ছিলেন স্রেফ তানজিদ তামিম। উইকেট আগলে রেখে দলকে ১৩৯ রানের লক্ষ্য এনে দেন এই ওপেনার।

বাকিদের মধ্যে ফারমানউল্লাহ শুধুমাত্র ২২ রান করেছেন। বাকিরা কেউই ২০ এর ঘর পার করতে পারেননি।

বরিশালের হয়ে বল হাতে ৩৯ রান দিয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন তানভীর ইসলাম। দুই উইকেট নেন ফাহিম আশরাফ। রিপন মন্ডল ও মাহমুদউল্লাহর শিকার একটি।