আগামী জুলাইয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে পর্দা উঠবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিক গেমসের। বাংলাদেশসহ বিশ্বের প্রায় সাড়ে ১০ হাজার ক্রীড়াবিদ ৩২টি প্রতিযোগিপূর্ণ খেলায় অংশ নেবে। জমজমাট এই আসর শুরুর আগে আনুষ্ঠানিকভাবে প্রজ্বলিত হয়েছে অলিম্পিক গেমস-২০২৪ এর মশাল। একইদিন শুরু হয় প্যারিস অলিম্পিকের ১০০ দিনের ক্ষণগণনা।
ঠিক ১০০ দিন পর ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হবে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিক গেমসের। আগামী ২৬ জুলাই সিন নদীতে অনুষ্ঠিতব্য ওই অনুষ্ঠানে প্রায় ৬০ হাজার দর্শক উপস্থিত থাকবেন। যদিও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে পরিবর্তিত হতে পারে উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যু।
জানা গেছে, প্যারিস অলিম্পিকের নিরাপত্তায় ২০ হাজার সেনা সদস্যের পাশাপাশি প্রায় ৪০ হাজার পুলিশ থাকবে। প্যারিস অলিম্পিকে মোট খরচ হবে প্রায় ৯.৭ বিলিয়ন ডলার। যা গত তিন অলিম্পিকের খরচের চেয়ে অনেকটাই কম।
উল্লেখ্য, এ নিয়ে তৃতীয়বারের মতো অলিম্পিকের আয়োজক শহর হতে যাচ্ছে প্যারিস। এর আগে ১৯০০ ও ১৯২৪ সালে অলিম্পিক আয়োজন করেছিল শহরটি। একশ বছর পর আবারও আয়োজক হয়েছে প্যারিস। এর আগে লন্ডন ২০১২ সালে প্রথমবারের মতো একটি শহর হিসেবে তিনবার অলিম্পিক আয়োজকের তকমা পেয়েছিল।
আরো পড়ুন : আর্সেনালকে হারিয়ে সেমিতে বায়ার্ন