ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ইতিহাস গড়ে ব্রাজিলের কোচ হলেন ইতালীর আনচেলত্তি

যারটে তার কিছুটা বটে। এবার সবটাই সত্যি হলো। গুঞ্জন, শঙ্কা, নাটকীয়তা এড়িয়ে ব্রাজিল ফুটবল দলের কোচ হলেন কার্লো আনচেলত্তি। আজ সোমবার (১২ মে) ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সভাপতি এডনাল্ডো রদ্রিগেজ নিশ্চিত করেছেন বিষয়টি।

ব্রাজিলের কোচ হওয়ার মধ্য দিয়ে নতুন এক ইতিহাস গড়লেন আনচেলত্তি। প্রথম বিদেশি কোচ হিসেবে সেলেসাওদের দায়িত্ব নিলেন তিনি। এতদিন ব্রাজিলের সমৃদ্ধ ফুটবল ইতিহাসে যত সাফল্য এসেছে, সবই স্বদেশিদের হাত ধরে। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর মতে, ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে দামি কোচ হতে চলেছেন আনচেলত্তি।

সিবিএফের বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৬ সাল পর্যন্ত ব্রাজিলের ডাগআউট সামলাবেন আনচেলত্তি। মূলত আসন্ন বিশ্বকাপকে সামনে রেখেই আনচেলত্তিকে নেওয়া। পরবর্তীতে সুযোগ আছে, চুক্তির সময় বাড়ানোর।

ধারণা করা হচ্ছে, আগামী ২৬ মে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন আনচেলত্তি। আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দুটি দিয়ে শুরু হবে আনচেলত্তির নবযাত্রা।

ইতালিয়ান এই অভিজ্ঞ কোচের হাত ধরে খারাপ সময় থেকে বের হওয়ার স্বপ্ন দেখছে ব্রাজিলের ফুটবল। যে স্বপ্নের কথা জানিয়েছেন সিবিএফ সভাপতিও।

ভুটানকে হারিয়ে সাফের সেমিতে বাংলাদেশের যুবারা

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

এবার আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করল ইসি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ইতিহাস গড়ে ব্রাজিলের কোচ হলেন ইতালীর আনচেলত্তি

আপডেট সময় ০৯:৫৪:২১ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

যারটে তার কিছুটা বটে। এবার সবটাই সত্যি হলো। গুঞ্জন, শঙ্কা, নাটকীয়তা এড়িয়ে ব্রাজিল ফুটবল দলের কোচ হলেন কার্লো আনচেলত্তি। আজ সোমবার (১২ মে) ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সভাপতি এডনাল্ডো রদ্রিগেজ নিশ্চিত করেছেন বিষয়টি।

ব্রাজিলের কোচ হওয়ার মধ্য দিয়ে নতুন এক ইতিহাস গড়লেন আনচেলত্তি। প্রথম বিদেশি কোচ হিসেবে সেলেসাওদের দায়িত্ব নিলেন তিনি। এতদিন ব্রাজিলের সমৃদ্ধ ফুটবল ইতিহাসে যত সাফল্য এসেছে, সবই স্বদেশিদের হাত ধরে। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর মতে, ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে দামি কোচ হতে চলেছেন আনচেলত্তি।

সিবিএফের বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৬ সাল পর্যন্ত ব্রাজিলের ডাগআউট সামলাবেন আনচেলত্তি। মূলত আসন্ন বিশ্বকাপকে সামনে রেখেই আনচেলত্তিকে নেওয়া। পরবর্তীতে সুযোগ আছে, চুক্তির সময় বাড়ানোর।

ধারণা করা হচ্ছে, আগামী ২৬ মে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন আনচেলত্তি। আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দুটি দিয়ে শুরু হবে আনচেলত্তির নবযাত্রা।

ইতালিয়ান এই অভিজ্ঞ কোচের হাত ধরে খারাপ সময় থেকে বের হওয়ার স্বপ্ন দেখছে ব্রাজিলের ফুটবল। যে স্বপ্নের কথা জানিয়েছেন সিবিএফ সভাপতিও।

ভুটানকে হারিয়ে সাফের সেমিতে বাংলাদেশের যুবারা