ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাজিলকে হারালো বলিভিয়া, বাঁচিয়ে রাখলো বিশ্বকাপের স্বপ্ন

বলিভিয়ার মাঠ এল আলতো স্টেডিয়াম যেনো প্রতিপক্ষের জন্য এক আতঙ্কের নাম। বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে সেখানেই বলিভিয়ার মুখোমুখি হয় ব্রাজিল। তবে সেলেসাওরা হার নিয়েই মাঠ ছেড়েছে। ব্রাজিলের ডাগআউটে দাঁড়িয়ে প্রথম হারের মুখ দেখলেন কার্লো আনচেলত্তি। এদিকে ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ যাত্রার আশা বাঁচিয়ে রেখেছে বলিভিয়া।

আজ সোমবার (১০ সেপ্টম্বর) সকালে সমুদ্রপৃষ্ঠ থেকে ৪১৫০ মিটার উঁচুতে অবস্থিত এই মাঠে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে বলিভিয়া। ঘরের মাঠে ম্যাচজুড়ে আধিপত্য ধরে রাখে বলিভিয়া। ব্রাজিল ৫৮ শতাংশ বল দখলে রেখে ১০ টি শট নিলেও পোস্টে রাখতে পারে মাত্র ৩টি শট। বিপরীতে বলিভিয়ার ২৩ টি শটের ১০টি ছিল পোস্টে।

এদিন খেলার শুরু থেকেই দাপটা দেখিয়ে খেলতে থাকে বলিভিয়া। তবে আক্রমণে গেলেও গোলের দেখো পায়নি তারা। প্রথমার্ধের শেষদিকে বক্সের মধ্যে বল দখলের লড়াইয়ে ব্রাজিলের ব্রুনো গিমারেস ফাউল করেন বলিভিয়ার আর. ফার্নান্দেজকে। এতেই পেনাল্টি পায় স্বাগতিকরা। শুরুতে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত না দিলেও ভিএআর যাচাইয়ের পর তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেন। প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন বলিভিয়ার মিডফিল্ডার মিগুয়েল তেরকোরেস। আর এই একটিমাত্র গোলেই খেলার ফলাফল নির্ধারণ হয়ে যায়।

এর আগে কখনোই বিশ্বকাপে অংশ নেয়নি বলিভিয়া। ২০২৬ বিশ্বকাপের মূলপর্বের টিকিটও এখনো পায়নি তারা। এই জয়ে তাদের আশা এখনো বেঁচে রইলো। দক্ষিণ আমেরিকা অঞ্চলে ১৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে আছে তারা। সরাসরি ছয়টি দল বিশ্বকাপে অংশ নিবে। সাত নম্বর দল হিসেবে আন্ত-মহাদেশীয় প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেছে বলিভিয়া। সেখানে জয় পেলেই বিশ্বকাপে অংশ নিতে পারবে তারা।

এই ম্যাচে হারের পর ৫ নম্বরে থেকেই বিশ্বকাপ বাছাইপর্বের যাত্রাটা শেষ করল ব্রাজিল। ১৮ ম্যাচে সেলেসাওদের পয়েন্ট ২৮। টেবিলের শীর্ষে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১৮ ম্যাচে ৩৮।

চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ : লিটন

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ব্রাজিলকে হারালো বলিভিয়া, বাঁচিয়ে রাখলো বিশ্বকাপের স্বপ্ন

আপডেট সময় ১১:৪৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

বলিভিয়ার মাঠ এল আলতো স্টেডিয়াম যেনো প্রতিপক্ষের জন্য এক আতঙ্কের নাম। বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে সেখানেই বলিভিয়ার মুখোমুখি হয় ব্রাজিল। তবে সেলেসাওরা হার নিয়েই মাঠ ছেড়েছে। ব্রাজিলের ডাগআউটে দাঁড়িয়ে প্রথম হারের মুখ দেখলেন কার্লো আনচেলত্তি। এদিকে ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ যাত্রার আশা বাঁচিয়ে রেখেছে বলিভিয়া।

আজ সোমবার (১০ সেপ্টম্বর) সকালে সমুদ্রপৃষ্ঠ থেকে ৪১৫০ মিটার উঁচুতে অবস্থিত এই মাঠে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে বলিভিয়া। ঘরের মাঠে ম্যাচজুড়ে আধিপত্য ধরে রাখে বলিভিয়া। ব্রাজিল ৫৮ শতাংশ বল দখলে রেখে ১০ টি শট নিলেও পোস্টে রাখতে পারে মাত্র ৩টি শট। বিপরীতে বলিভিয়ার ২৩ টি শটের ১০টি ছিল পোস্টে।

এদিন খেলার শুরু থেকেই দাপটা দেখিয়ে খেলতে থাকে বলিভিয়া। তবে আক্রমণে গেলেও গোলের দেখো পায়নি তারা। প্রথমার্ধের শেষদিকে বক্সের মধ্যে বল দখলের লড়াইয়ে ব্রাজিলের ব্রুনো গিমারেস ফাউল করেন বলিভিয়ার আর. ফার্নান্দেজকে। এতেই পেনাল্টি পায় স্বাগতিকরা। শুরুতে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত না দিলেও ভিএআর যাচাইয়ের পর তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেন। প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন বলিভিয়ার মিডফিল্ডার মিগুয়েল তেরকোরেস। আর এই একটিমাত্র গোলেই খেলার ফলাফল নির্ধারণ হয়ে যায়।

এর আগে কখনোই বিশ্বকাপে অংশ নেয়নি বলিভিয়া। ২০২৬ বিশ্বকাপের মূলপর্বের টিকিটও এখনো পায়নি তারা। এই জয়ে তাদের আশা এখনো বেঁচে রইলো। দক্ষিণ আমেরিকা অঞ্চলে ১৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে আছে তারা। সরাসরি ছয়টি দল বিশ্বকাপে অংশ নিবে। সাত নম্বর দল হিসেবে আন্ত-মহাদেশীয় প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেছে বলিভিয়া। সেখানে জয় পেলেই বিশ্বকাপে অংশ নিতে পারবে তারা।

এই ম্যাচে হারের পর ৫ নম্বরে থেকেই বিশ্বকাপ বাছাইপর্বের যাত্রাটা শেষ করল ব্রাজিল। ১৮ ম্যাচে সেলেসাওদের পয়েন্ট ২৮। টেবিলের শীর্ষে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১৮ ম্যাচে ৩৮।

চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ : লিটন