ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

২০৩৪ ফুটবল বিশ্বকাপ সৌদির ১৫ স্টেডিয়ামে

কাতারের পর এশিয়াতে আরও একটি ফুটবল বিশ্বকাপ আয়োজনের অপেক্ষা। ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপটি আয়োজন করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। এখনও আনুষ্ঠানিকভাবে ফিফা ঘোষণা না দিলেও তাদের আয়োজক হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত। এবার জানা গেল কতটি ভেন্যুতে হতে পারে সেই বিশ্বকাপটি।

গত বুধবার (৩১ জুলাই) সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ৪৮ দলের সেই মেগা বিশ্বকাপটি হবে সৌদির পাঁচটি শহরের ১৫টি স্টেডিয়ামে, এর মধ্যে আটটি সৌদির রাজধানী রিয়াদে। মূলত ফিফার কাছে আয়োজক হওয়ার বিড করার পরই এই তথ্য জানায় সৌদি আরব।

শুরুতে সহ-আয়োজক হিসেবে ভারতের নাম শোনা গেলেও এককভাবে পুরো টুর্নামেন্ট আয়োজন করতে মরিয়া দেশটি। বর্তমানে সৌদি প্রো লিগে ব্যবহার করা হচ্ছে এমন কিছু স্টেডিয়ামের ধারণক্ষমতা বাড়ানো হবে বলে জানা গেছে। আর চমক হিসেবে থাকছে নিমার্ণাধীন কিং সালমান স্টেডিয়াম। যেটির দর্শক ধারণক্ষমতা হবে ৯২ হাজার। আর এখানেই হবে বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ।

গত বছর সৌদির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় একক আয়োজক হিসেবে রয়েছে সৌদি। তাই তাদের আয়োজক হওয়াটা এখন শুধুমাত্র ফিফার ঘোষণার অপেক্ষায়। নিয়ম অনুযায়ী ৪৮ দলের এই বিশ্বকাপটি আয়োজন করতে প্রায় ৪০ হাজার দর্শক ধারণক্ষমতার ১৪টি স্টেডিয়াম লাগবে সৌদির। যদিও দেশটিতে বর্তমানে তেমন বড় স্টেডিয়াম নেই। আর যেগুলো রয়েছে সবগুলোতে বড় ধরনের মেরামতের কাজ চলছে।

বিশ্বকাপ ছাড়াও ২০২৭ এশিয়ান কাপ, ২০২৯ এশিয়ান উইন্টার গেমসও আয়োজন করার কথা সৌদি আরবের। এরপর ২০৩৪ সালেই রিয়াদে এশিয়ান গেমস আয়োজন করা হবে। সবমিলিয়ে আগামী কয়েক বছরে আয়োজক হিসেবে বেশ ব্যস্ততা থাকছে দেশটির।

আরো পড়ুন : অলিম্পিকে বাজল ভুল জাতীয় সংগীত

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

২০৩৪ ফুটবল বিশ্বকাপ সৌদির ১৫ স্টেডিয়ামে

আপডেট সময় ০৩:৩৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪

কাতারের পর এশিয়াতে আরও একটি ফুটবল বিশ্বকাপ আয়োজনের অপেক্ষা। ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপটি আয়োজন করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। এখনও আনুষ্ঠানিকভাবে ফিফা ঘোষণা না দিলেও তাদের আয়োজক হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত। এবার জানা গেল কতটি ভেন্যুতে হতে পারে সেই বিশ্বকাপটি।

গত বুধবার (৩১ জুলাই) সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ৪৮ দলের সেই মেগা বিশ্বকাপটি হবে সৌদির পাঁচটি শহরের ১৫টি স্টেডিয়ামে, এর মধ্যে আটটি সৌদির রাজধানী রিয়াদে। মূলত ফিফার কাছে আয়োজক হওয়ার বিড করার পরই এই তথ্য জানায় সৌদি আরব।

শুরুতে সহ-আয়োজক হিসেবে ভারতের নাম শোনা গেলেও এককভাবে পুরো টুর্নামেন্ট আয়োজন করতে মরিয়া দেশটি। বর্তমানে সৌদি প্রো লিগে ব্যবহার করা হচ্ছে এমন কিছু স্টেডিয়ামের ধারণক্ষমতা বাড়ানো হবে বলে জানা গেছে। আর চমক হিসেবে থাকছে নিমার্ণাধীন কিং সালমান স্টেডিয়াম। যেটির দর্শক ধারণক্ষমতা হবে ৯২ হাজার। আর এখানেই হবে বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ।

গত বছর সৌদির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় একক আয়োজক হিসেবে রয়েছে সৌদি। তাই তাদের আয়োজক হওয়াটা এখন শুধুমাত্র ফিফার ঘোষণার অপেক্ষায়। নিয়ম অনুযায়ী ৪৮ দলের এই বিশ্বকাপটি আয়োজন করতে প্রায় ৪০ হাজার দর্শক ধারণক্ষমতার ১৪টি স্টেডিয়াম লাগবে সৌদির। যদিও দেশটিতে বর্তমানে তেমন বড় স্টেডিয়াম নেই। আর যেগুলো রয়েছে সবগুলোতে বড় ধরনের মেরামতের কাজ চলছে।

বিশ্বকাপ ছাড়াও ২০২৭ এশিয়ান কাপ, ২০২৯ এশিয়ান উইন্টার গেমসও আয়োজন করার কথা সৌদি আরবের। এরপর ২০৩৪ সালেই রিয়াদে এশিয়ান গেমস আয়োজন করা হবে। সবমিলিয়ে আগামী কয়েক বছরে আয়োজক হিসেবে বেশ ব্যস্ততা থাকছে দেশটির।

আরো পড়ুন : অলিম্পিকে বাজল ভুল জাতীয় সংগীত