ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রোনালদোর দুই গোলে আল নাসরের জয়

ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত জোড়া গোলে জয় পেয়েছে আল নাসর। শুক্রবার (২৯ নভেম্বর) সৌদি প্রো লিগে ঘরের মাঠে দামাককে ২-০ গোলে হারিয়েছে রিয়াদের ক্লাবটি। ম্যাচের দুই অর্ধে গোল দুটি করেন পর্তুগিজ সুপারস্টার। এতে ৩৯ বছর বয়সী তারকার ক্যারিয়ার গোল হলো ৯১৫টি। চলতি বছরে এখন পর্যন্ত ৫০ ম্যাচ খেলে তার গোল ৪২টি।

ঘরের মাঠ আল-আওয়াল পার্কে শুরু থেকেই লিগ পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দামাককে চেপে ধরে আল নাসর। ম্যাচের ১৭তম মিনিটে তারা গোলের দেখাও পেয়ে যায়। নিজেদের বক্সে দামাক ডিফেন্ডার আব্দেলকাদেরের হাতে বল লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সুযোগ কাজে লাগিয়ে দারুণ এক স্পটকিকে বল জালে পাঠিয়ে দেন রোনালদো। ১-০ গোলে লিড নিয়ে বিরতিতে যায় আল নাসর।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমনাত্মক ভঙিতে খেলতে থাকে দু’দল। তবে দুদলের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হন উভয় দলের ফরোয়ার্ডরাই।

এক পর্যায়ে আল নাসরের মোহামেদ সিমাকানকে ফাউল করে লাল কার্ড দেখেন দামাকের বেদ্রানে। এতে ১০ জনের দলে পরিণত হয় অতিথিরা।

ম্যাচের ৭৯তম মিনিটে বাঁদিক থেকে নওয়াফ বুশালের কাটব্যাকে বল পেয়ে বাঁ পায়ের দারুণ শটে লক্ষভেদ করে নিজের দ্বিতীয় গোল পান রোনালদো।

শেষ পর্যন্ত গোল পরিশোধে মরিয়া হয়েও ব্যর্থ হন দামাকের খেলোয়াড়রা। এতে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।

আগামী ২ ডিসেম্বর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কাতারের ক্লাব আল সাদের মুখোমুখি হবে রোনালদো-মানেরা।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আন্দোলনকারীর বাবার নামে মামলা; অর্থ বাণিজ্যের অভিযোগ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রোনালদোর দুই গোলে আল নাসরের জয়

আপডেট সময় ১২:২৮:২৫ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত জোড়া গোলে জয় পেয়েছে আল নাসর। শুক্রবার (২৯ নভেম্বর) সৌদি প্রো লিগে ঘরের মাঠে দামাককে ২-০ গোলে হারিয়েছে রিয়াদের ক্লাবটি। ম্যাচের দুই অর্ধে গোল দুটি করেন পর্তুগিজ সুপারস্টার। এতে ৩৯ বছর বয়সী তারকার ক্যারিয়ার গোল হলো ৯১৫টি। চলতি বছরে এখন পর্যন্ত ৫০ ম্যাচ খেলে তার গোল ৪২টি।

ঘরের মাঠ আল-আওয়াল পার্কে শুরু থেকেই লিগ পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দামাককে চেপে ধরে আল নাসর। ম্যাচের ১৭তম মিনিটে তারা গোলের দেখাও পেয়ে যায়। নিজেদের বক্সে দামাক ডিফেন্ডার আব্দেলকাদেরের হাতে বল লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সুযোগ কাজে লাগিয়ে দারুণ এক স্পটকিকে বল জালে পাঠিয়ে দেন রোনালদো। ১-০ গোলে লিড নিয়ে বিরতিতে যায় আল নাসর।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমনাত্মক ভঙিতে খেলতে থাকে দু’দল। তবে দুদলের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হন উভয় দলের ফরোয়ার্ডরাই।

এক পর্যায়ে আল নাসরের মোহামেদ সিমাকানকে ফাউল করে লাল কার্ড দেখেন দামাকের বেদ্রানে। এতে ১০ জনের দলে পরিণত হয় অতিথিরা।

ম্যাচের ৭৯তম মিনিটে বাঁদিক থেকে নওয়াফ বুশালের কাটব্যাকে বল পেয়ে বাঁ পায়ের দারুণ শটে লক্ষভেদ করে নিজের দ্বিতীয় গোল পান রোনালদো।

শেষ পর্যন্ত গোল পরিশোধে মরিয়া হয়েও ব্যর্থ হন দামাকের খেলোয়াড়রা। এতে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।

আগামী ২ ডিসেম্বর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কাতারের ক্লাব আল সাদের মুখোমুখি হবে রোনালদো-মানেরা।