ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাই আন্দোলন নিয়ে ৮ সিনেমা; নির্মাতা চূড়ান্ত বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন : প্রেস সচিব পুলিশে চাকরি পাচ্ছেন আন্দোলনে আহত ১০০ জন: স্বরাষ্ট্র উপদেষ্টা ১৪৪ ধারা ভেঙে সচিবালয় ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের ধাওয়া অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার কাজের তালিকা দিলেন উপদেষ্টা মাহফুজ সরকার গঠনের পর অভিযুক্ত কাউকে দেশত্যাগ করতে দেয়া হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা ট্রুডো কেন হঠাৎ পদত্যাগের ঘোষণা দিলেন? কে হতে যাচ্ছে তার উত্তরসূরি? গঠিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’,  ইরানে হিজাব খুলে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রতিবাদ শক্তিশালী ভূমিকম্পে তিব্বতে নিহতের সংখ্যা বেড়ে ৫৩

রোনালদোর হ্যাটট্রিকে আল-নাসেরের বড় জয়

ক্রিস্টিয়ানো রোনালদো যেন ছুটছেন তারুণ্যে ভর দিয়ে। ৩৯ বছর বয়সে এসেও টানা দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিকের দেখা পেলেন পর্তুগিজ সুপারস্টার। রোনালদোর দুরন্ত পারফরম্যান্সে বড় জয়ের দেখা পেয়েছে আল-নাসের। সৌদি প্রো লিগে আজ বুধবার (৩ এপ্রিল) আভার বিপক্ষে ৮-০ গোলের বড় জয় পায় দলটি।

আভার মাঠ প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে শুরু থেকেই রোনালদো নিজের ঝলক দেখান। ১১ মিনিটে পান নিজের প্রথম গোলের দেখা। দল এগিয়ে যায় এক গোলে। ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সিআরসেভেন। প্রথম দুটি গোলই আসে ফ্রি কিক থেকে। পর্তুগিজ তারকা এদিন ছিলেন অনবদ্য ছন্দে।

কেবল গোল করেই ক্ষান্ত হননি। ৩৩ মিনিটে সাদিও মানের করা গোলটির কারিগর ছিলেন রোনালদো। এরপর ৪১ মিনিটে আভার তিন ডিফেন্ডারকে পেছনে ফেলে দারুণ এক লবে দলের পঞ্চম গোল করেন আল-নাসের অধিনায়ক। পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক।

৪৪ মিনিটে আব্দুল মাজিদের করা গোলটির অ্যাসিস্টও করেন রোনালদো। প্রথামার্ধে দলের করা পাঁচ গোলের সবকটিতে অবদান রাখেন তিনি। বিরতি থেকে ফিরে ৫১ মিনিটে রহমান ঘারিব লক্ষ্যভেদ করলে আল-নাসের এগিয়ে যায় ছয় গোলে। এরপর ৬৩ ও ৮৬ মিনিটে জোড়া গোল করেন আবদুল আল আলিওয়া। এতে প্রতিপক্ষের মাঠ থেকে আট গোলের বড় জয় নিয়ে ঘরে ফেরে আল-নাসের।

আরো পড়ুন :  ক্রীড়া সংগঠক ইউসুফ মারা গেছেন

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রোনালদোর হ্যাটট্রিকে আল-নাসেরের বড় জয়

আপডেট সময় ১০:৪৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪

ক্রিস্টিয়ানো রোনালদো যেন ছুটছেন তারুণ্যে ভর দিয়ে। ৩৯ বছর বয়সে এসেও টানা দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিকের দেখা পেলেন পর্তুগিজ সুপারস্টার। রোনালদোর দুরন্ত পারফরম্যান্সে বড় জয়ের দেখা পেয়েছে আল-নাসের। সৌদি প্রো লিগে আজ বুধবার (৩ এপ্রিল) আভার বিপক্ষে ৮-০ গোলের বড় জয় পায় দলটি।

আভার মাঠ প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে শুরু থেকেই রোনালদো নিজের ঝলক দেখান। ১১ মিনিটে পান নিজের প্রথম গোলের দেখা। দল এগিয়ে যায় এক গোলে। ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সিআরসেভেন। প্রথম দুটি গোলই আসে ফ্রি কিক থেকে। পর্তুগিজ তারকা এদিন ছিলেন অনবদ্য ছন্দে।

কেবল গোল করেই ক্ষান্ত হননি। ৩৩ মিনিটে সাদিও মানের করা গোলটির কারিগর ছিলেন রোনালদো। এরপর ৪১ মিনিটে আভার তিন ডিফেন্ডারকে পেছনে ফেলে দারুণ এক লবে দলের পঞ্চম গোল করেন আল-নাসের অধিনায়ক। পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক।

৪৪ মিনিটে আব্দুল মাজিদের করা গোলটির অ্যাসিস্টও করেন রোনালদো। প্রথামার্ধে দলের করা পাঁচ গোলের সবকটিতে অবদান রাখেন তিনি। বিরতি থেকে ফিরে ৫১ মিনিটে রহমান ঘারিব লক্ষ্যভেদ করলে আল-নাসের এগিয়ে যায় ছয় গোলে। এরপর ৬৩ ও ৮৬ মিনিটে জোড়া গোল করেন আবদুল আল আলিওয়া। এতে প্রতিপক্ষের মাঠ থেকে আট গোলের বড় জয় নিয়ে ঘরে ফেরে আল-নাসের।

আরো পড়ুন :  ক্রীড়া সংগঠক ইউসুফ মারা গেছেন