ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শক্তিশালী স্কোয়াড নিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া—ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল দল। আইসিসির এমন কোনো ইভেন্ট নেই, যা জেতেনি অসিরা। বিশ্বকাপের মতো চ্যাম্পিয়নস ট্রফিতেও আধিপত্য অস্ট্রেলিয়ার। সেই ধারাবাহিকতা ধরে রাখতে শক্তিশালী স্কোয়াড নিয়েই পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে খেলতে যাবে প্যাট কামিন্সের দল।

আজ সোমবার (১৩ জানুয়ারি) চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়া তাদের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে।

ঘোষিত দলে চমক হিসেবে আছেন ম্যাট শর্ট ও অ্যারন হার্ডি। যারা প্রথমবার কোনো আইসিসি ইভেন্ট খেলবেন। বরাবরের মতো পেসারদের প্রাধান্য দিয়ে স্কোয়াড সাজিয়েছে অসিরা। যেখানে কামিন্স, হ্যাজলউড ছাড়াও আছেন মিচেল স্টার্ক ও নাথান এলিস। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন অ্যাডাম জাম্পা। ওয়ানডেতে যিনি দারুণ সফল।

দল নির্বাচন নিয়ে প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ, গত বছরের সফল ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফর এবং পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক হোম সিরিজের সঙ্গে জড়িয়ে থাকা মূল খেলোয়াড়দের নিয়ে অভিজ্ঞ ও সামাঞ্জস্যপূর্ণ একটি স্কোয়াড গড়া হয়েছে। পাকিস্তানের কন্ডিশন ও প্রতিপক্ষ বিবেচনায় নিয়ে একাদশ সাজানোর জন্য বৈচিত্র্যময় সুযোগ পাবে টিম ম্যানেজমেন্ট।’

অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়নস ট্রফি স্কোয়াড : প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শক্তিশালী স্কোয়াড নিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়া

আপডেট সময় ০৬:৪৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

অস্ট্রেলিয়া—ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল দল। আইসিসির এমন কোনো ইভেন্ট নেই, যা জেতেনি অসিরা। বিশ্বকাপের মতো চ্যাম্পিয়নস ট্রফিতেও আধিপত্য অস্ট্রেলিয়ার। সেই ধারাবাহিকতা ধরে রাখতে শক্তিশালী স্কোয়াড নিয়েই পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে খেলতে যাবে প্যাট কামিন্সের দল।

আজ সোমবার (১৩ জানুয়ারি) চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়া তাদের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে।

ঘোষিত দলে চমক হিসেবে আছেন ম্যাট শর্ট ও অ্যারন হার্ডি। যারা প্রথমবার কোনো আইসিসি ইভেন্ট খেলবেন। বরাবরের মতো পেসারদের প্রাধান্য দিয়ে স্কোয়াড সাজিয়েছে অসিরা। যেখানে কামিন্স, হ্যাজলউড ছাড়াও আছেন মিচেল স্টার্ক ও নাথান এলিস। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন অ্যাডাম জাম্পা। ওয়ানডেতে যিনি দারুণ সফল।

দল নির্বাচন নিয়ে প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ, গত বছরের সফল ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফর এবং পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক হোম সিরিজের সঙ্গে জড়িয়ে থাকা মূল খেলোয়াড়দের নিয়ে অভিজ্ঞ ও সামাঞ্জস্যপূর্ণ একটি স্কোয়াড গড়া হয়েছে। পাকিস্তানের কন্ডিশন ও প্রতিপক্ষ বিবেচনায় নিয়ে একাদশ সাজানোর জন্য বৈচিত্র্যময় সুযোগ পাবে টিম ম্যানেজমেন্ট।’

অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়নস ট্রফি স্কোয়াড : প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।