অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এমন বাংলাদেশ করতে যাচ্ছি যেন আমরা এক পরিবার। এটা হলো মূল জিনিস। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা প্রশ্নই আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশি। এটাই আমরা নিশ্চিত করতে চাই।
মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয় মানুষ হিসেবে। আমরা চাই আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক।
তিনি বলেন, সব সমস্যার গোড়া হলো আমরা যতো প্রাতিষ্ঠানিক কাঠামো গড়েছি, সবগুলো পঁচে গেছে। এই কারণে গোলমালগুলো হচ্ছে। তাই প্রাতিষ্ঠানিক কাঠামো ঠিক করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত করা হলে কে বিচার পাবে না বলেন।
অধিকার সবার সমান, এদেশের মানুষ হিসেবে অধিকার আদায়ের জন্য সবাইকে এক কাতারে সোচ্চার হওয়ার আহ্বান জানান ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, আমাদের মূল কাজ অধিকার আদায় করা, মূলত সেখানে যেতে হবে। আমার অনুরোধ থাকবে, আপনারা কোনো দলাদলির মধ্যে চলে যাবেন না। দলাদলি হলেই মারামারি কাটাকাটি লেগে যাবে। একত্রে আসুন, এক আইন যে, আমাদের আইনের অধিকার দিতে হবে। আমরা এক মানুষ। অধিকারের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না।