ঢাকা ১১:৫১ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

গণমাধ্যম সংস্কারের দায়িত্ব সাংবাদিকদেরই নিতে হবে : আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, গণমাধ্যম সংস্কারের দায়িত্ব সাংবাদিকদেরই নিতে হবে। সবকিছু কমিশন বা সরকার করে দিতে পারবে না। এ সময় তিনি দীর্ঘসময় যারা ফ্যাসিবাদকে সহায়তা করেছে তাদের সমালোচনাও করেন।

আজ রোববার (৩১ আগস্ট) দুপুরে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদন নিয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন ড. আলী রীয়াজ।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, সাংবাদিকদের দুরবস্থার জন্য সাংবাদিক নেতৃত্ব কোনোভাবে দায় এড়াতে পারে না। ভবিষ্যতে সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিতে তাদের অঙ্গীকার করতে হবে। নিরাপত্তা, স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে মালিকপক্ষ ও সরকারের সঙ্গে আলোচনা করতে হবে। ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার আশায় সম্পাদকরা দালালি করলে কোনোদিন অধিকার আদায় সম্ভব না।

এদিন আলোচনা সভায় অন্যদের মধ্যে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা ছাড়াও সিনিয়র সাংবাদিকরা বক্তব্য দেন। এ সময় গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানান তারা।

দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ : ইসি

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

গণমাধ্যম সংস্কারের দায়িত্ব সাংবাদিকদেরই নিতে হবে : আলী রীয়াজ

আপডেট সময় ০৬:০৩:১০ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, গণমাধ্যম সংস্কারের দায়িত্ব সাংবাদিকদেরই নিতে হবে। সবকিছু কমিশন বা সরকার করে দিতে পারবে না। এ সময় তিনি দীর্ঘসময় যারা ফ্যাসিবাদকে সহায়তা করেছে তাদের সমালোচনাও করেন।

আজ রোববার (৩১ আগস্ট) দুপুরে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদন নিয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন ড. আলী রীয়াজ।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, সাংবাদিকদের দুরবস্থার জন্য সাংবাদিক নেতৃত্ব কোনোভাবে দায় এড়াতে পারে না। ভবিষ্যতে সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিতে তাদের অঙ্গীকার করতে হবে। নিরাপত্তা, স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে মালিকপক্ষ ও সরকারের সঙ্গে আলোচনা করতে হবে। ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার আশায় সম্পাদকরা দালালি করলে কোনোদিন অধিকার আদায় সম্ভব না।

এদিন আলোচনা সভায় অন্যদের মধ্যে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা ছাড়াও সিনিয়র সাংবাদিকরা বক্তব্য দেন। এ সময় গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানান তারা।

দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ : ইসি