ঘন কুয়াশার কারণে মুন্সিগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে’র একাধিক স্থানে সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে, মারা গেছেন এক প্রাইভেট কার চালক। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
এক্সপ্রেসওয়ের বেশ কয়েকটি জায়গায় অন্তত ১০টি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। আহতদের স্থানীর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, ঘন কুয়াশায় ঢাকা ছিলো মহাসড়ক। রোববার (২২ ডিসেম্বর) সকাল ৭টা নাগাদ, একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয় সিরিয়ালে থাকা একটি প্রাইভেট কার। গাড়ি চালক ফরহাদকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে, তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
হাসাড়া, চালতিপাড়া, ধলেশ্বরী টোল প্লাজার কাছে একাধিক বাস, প্রাইভেটকার ও পিকআপের সংঘর্ষ হয়েছে। উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনার কারণে ব্যাহত হচ্ছে এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১০ এর ভাগ্যকূল ক্যাম্পের কোম্পানি কমান্ডার আনোয়ার হোসেন।