দুর্নীতিতে জড়িত কর্মকর্তাদের প্রতি কোনোভাবেই সহানুভূতি দেখানো হবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, কিছু সরকারি কর্মকর্তা দুর্নীতিতে জড়িত হয়ে পড়ছেন বলে গণমাধ্যমে সংবাদ আসছে। এদের বিষয়ে সরকার কোনো ধরনের সহানুভূতি দেখাবে না।
আজ সোমবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। মন্ত্রিসভার বৈঠকের বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব বলেন, দুর্নীতিবাজদের প্রতি কোন সহানুভূতি দেখানো হবে না। দুর্নীতি তো সবাই করে না। যারা দুর্নীতি করছে, সরকারের নজরে আসার সঙ্গে সঙ্গেই বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সচিব বলেন, সরকারের পুরো মেকানিজম কাজে লাগিয়েই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হবার পরে সরকার তাকে ছেড়ে দিয়েছে, এমন নজির নেই।
আরো পড়ুন : মতিউর দম্পতির সম্পদের তথ্য চেয়ে জেলায় জেলায় দুদকের চিঠি