প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ‘প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথোপকথনে : একটি রূপান্তরিত বিশ্বে যুব নেতৃত্বকে শক্তিশালীকরণ’ শীর্ষক একটি ফায়ারসাইড চ্যাটে যোগ দেন। গতকাল বুধবার (২৩ এপ্রিল) দোহায় এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্স ও জর্জটাউন ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র হানা এলশেহাবি।
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, দোহার সামিট ভিলেজে, বারাহাট মাশেরেব, মাশেরে, মাশেরেব ডাউনটাউনে এটি অনুষ্ঠিত হয়। বাসস।
বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগাতে বিদেশি বিনিয়োগ চান মুহাম্মদ ইউনূস