ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পনের দিনের মধ্যেই চালের দাম কমবে : বাণিজ্য উপদেষ্টা

দুই সপ্তাহের মধ্যেই চালের দাম সহনীয় পর্যায়ে চলে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দিন। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোজ্যতেলের আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয় পর্যালোচনা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা।

দুই সপ্তাহের মধ্যেই বাজারে বোরো ধানের চাল চলে আসায় দাম কমবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দিন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘দুই সপ্তাহের মধ্যে বাজারে বোরো ধানের চাল আসবে। আশা করি নতুন ধান উঠে এলে চালের বাজার আরও সহনীয় হয়ে উঠবে।’

বেশ কিছুদিন ধরে চালের দাম বেশি থাকায় দুঃখ প্রকাশ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, বোরো ধান বাজারে এলেই চালের দাম কমবে। কারণ নাজিরশাইল বা মিনিকেটের মতো চিকন চালগুলো বোরো মৌসুমের চাল থেকেই আসে।

উপদেষ্টা জানান, চলতি বছর আবহাওয়া ও বিদ্যুৎ ঠিকভাবে ছিল। পাশাপাশি, সারের সরবরাহ ভালো থাকায় এ বছর বোরো ধানের ফলন ভালো পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সেখ বশিরউদ্দিন আরও বলেন, কৃষিপণ্য একটা গতিশীল জিনিস। তবে সব পণ্যে সরকার তীক্ষ্ণ দৃষ্টি রেখেই ব্যবস্থাপনা করছে। যেসব পণ্যের দাম সহনীয় করা প্রয়োজন বলে মনে করে সরকার, সেসব পণ্যের দাম কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সময় ট্রাম্পের প্রতিনিধি দল বাংলাদেশে এলে দুই দেশের বাণিজ্য নিয়ে কথা বলার সম্ভাবনা আছে কি না—জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা বলেন, একমাত্র এ বিষয়টিই গুরুত্ব পাবে।

কারাগারেও পান্তা-ইলিশ; স্টাফ-বন্দি মিলে নববর্ষ উদযাপন

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

পনের দিনের মধ্যেই চালের দাম কমবে : বাণিজ্য উপদেষ্টা

আপডেট সময় ০৬:২৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

দুই সপ্তাহের মধ্যেই চালের দাম সহনীয় পর্যায়ে চলে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দিন। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোজ্যতেলের আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয় পর্যালোচনা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা।

দুই সপ্তাহের মধ্যেই বাজারে বোরো ধানের চাল চলে আসায় দাম কমবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দিন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘দুই সপ্তাহের মধ্যে বাজারে বোরো ধানের চাল আসবে। আশা করি নতুন ধান উঠে এলে চালের বাজার আরও সহনীয় হয়ে উঠবে।’

বেশ কিছুদিন ধরে চালের দাম বেশি থাকায় দুঃখ প্রকাশ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, বোরো ধান বাজারে এলেই চালের দাম কমবে। কারণ নাজিরশাইল বা মিনিকেটের মতো চিকন চালগুলো বোরো মৌসুমের চাল থেকেই আসে।

উপদেষ্টা জানান, চলতি বছর আবহাওয়া ও বিদ্যুৎ ঠিকভাবে ছিল। পাশাপাশি, সারের সরবরাহ ভালো থাকায় এ বছর বোরো ধানের ফলন ভালো পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সেখ বশিরউদ্দিন আরও বলেন, কৃষিপণ্য একটা গতিশীল জিনিস। তবে সব পণ্যে সরকার তীক্ষ্ণ দৃষ্টি রেখেই ব্যবস্থাপনা করছে। যেসব পণ্যের দাম সহনীয় করা প্রয়োজন বলে মনে করে সরকার, সেসব পণ্যের দাম কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সময় ট্রাম্পের প্রতিনিধি দল বাংলাদেশে এলে দুই দেশের বাণিজ্য নিয়ে কথা বলার সম্ভাবনা আছে কি না—জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা বলেন, একমাত্র এ বিষয়টিই গুরুত্ব পাবে।

কারাগারেও পান্তা-ইলিশ; স্টাফ-বন্দি মিলে নববর্ষ উদযাপন