ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম ভারতে চিকিৎসার জন্য গিয়ে নিখোঁজ হয়েছেন। তার খোঁজ পেতে আজ রোববার (১৯ মে) বিকেলে আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে যান।
রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, বিকেলে সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ডিবি কার্যালয়ে আসেন।
মুমতারিন ফেরদৌস ডরিন গণমাধ্যমকে বলেন, আমার বাবা ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম নিখোঁজের ঘটনা ডিবিকে জানাতে এসেছি।
গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য কলকাতায় যান বলে জানিয়েছে তার পরিবার।
আরো পড়ুন : সামান্য অর্থ বাঁচাতে গিয়ে দেশ ধ্বংস করবেন না : প্রধানমন্ত্রী