ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাজনৈতিক দলগুলো অধৈর্য হয়ে সংস্কারে বাধা সৃষ্টি করছে: উপদেষ্টা আসিফ মাহমুদ

রাজনৈতিক দলগুলো অধৈর্য হয়ে সংস্কারে বাধার সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে দিনাজপুরের কাহারোল উপজেলায় দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা জানান।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থা বিরোধী সরকারি প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠান যেভাবে সংস্কার করা প্রয়োজন, সে সংস্কার এজেন্ডা নিয়ে সরকার কাজ করছে। সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিলেই আমরা সেই রিপোর্ট অনুযায়ী বাস্তবায়নের চেষ্টা করবো। তবে, নির্বাচনের ব্যাপারে যে অধৈর্য হয়ে ওঠা চলছে, তা সরকারের সংস্কার কার্যক্রমকে কিছুটা ব্যাহত করছে। এতে একরকম সংস্কারে বাধার সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, আমরা রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাচ্ছি, যেন তারা সংস্কার কার্যক্রমে তাদের মতামত দিয়ে প্রতিটি সংস্কার কমিশনকে সহযোগিতা করে। তাদের মতামতের ভিত্তিতেই সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হবে। সুতরাং, এখানে কাউকে বাদ দেওয়া হবে না, সবাইকে সাথে নিয়েই সংস্কার করা হচ্ছে। এতে জনগণের গণঅভ্যুত্থানের আশা ও আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে।

তিনি আরও বলেন, আমি এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য নই, আমি বর্তমান সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছি। রাজনৈতিক সিদ্ধান্ত বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কী করছে, তা আমার পক্ষে বলা সম্ভব নয়। আমাদের সরকারের পক্ষ থেকে একটা টাইমলাইন দেয়া হয়েছে, ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের মাঝামাঝি সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এটি পুরোপুরি নির্ভর করছে সংস্কার কার্যক্রমের ওপর।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ইতিমধ্যে সংস্কার কমিশনগুলো প্রায় তিন মাস ধরে কাজ করছে এবং শীঘ্রই তাদের রিপোর্ট প্রকাশ করা হবে। সেই রিপোর্ট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে এবং সংস্কার কাজ বাস্তবায়নের পর আমরা নির্বাচনে যাবো।

এ সময় দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার নাজমুল হাসান (পিপিএম সেবা), উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) মো. আবুল হোসেন, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামসহ সরকারি কর্মকর্তা ও বৈষম্যবিরোধী ছাত্র নেতারা উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া খানসামা উপজেলার পাকের হাটে অসহায় ও দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া তিনি দুই উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি ঠাকুরগাঁও জেলার উদ্দেশ্যে যাত্রা করেন।

উল্লেখ্য, ২৪ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত তিনি দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় সফর করবেন।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাজনৈতিক দলগুলো অধৈর্য হয়ে সংস্কারে বাধা সৃষ্টি করছে: উপদেষ্টা আসিফ মাহমুদ

আপডেট সময় ০৩:৫৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

রাজনৈতিক দলগুলো অধৈর্য হয়ে সংস্কারে বাধার সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে দিনাজপুরের কাহারোল উপজেলায় দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা জানান।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থা বিরোধী সরকারি প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠান যেভাবে সংস্কার করা প্রয়োজন, সে সংস্কার এজেন্ডা নিয়ে সরকার কাজ করছে। সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিলেই আমরা সেই রিপোর্ট অনুযায়ী বাস্তবায়নের চেষ্টা করবো। তবে, নির্বাচনের ব্যাপারে যে অধৈর্য হয়ে ওঠা চলছে, তা সরকারের সংস্কার কার্যক্রমকে কিছুটা ব্যাহত করছে। এতে একরকম সংস্কারে বাধার সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, আমরা রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাচ্ছি, যেন তারা সংস্কার কার্যক্রমে তাদের মতামত দিয়ে প্রতিটি সংস্কার কমিশনকে সহযোগিতা করে। তাদের মতামতের ভিত্তিতেই সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হবে। সুতরাং, এখানে কাউকে বাদ দেওয়া হবে না, সবাইকে সাথে নিয়েই সংস্কার করা হচ্ছে। এতে জনগণের গণঅভ্যুত্থানের আশা ও আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে।

তিনি আরও বলেন, আমি এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য নই, আমি বর্তমান সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছি। রাজনৈতিক সিদ্ধান্ত বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কী করছে, তা আমার পক্ষে বলা সম্ভব নয়। আমাদের সরকারের পক্ষ থেকে একটা টাইমলাইন দেয়া হয়েছে, ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের মাঝামাঝি সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এটি পুরোপুরি নির্ভর করছে সংস্কার কার্যক্রমের ওপর।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ইতিমধ্যে সংস্কার কমিশনগুলো প্রায় তিন মাস ধরে কাজ করছে এবং শীঘ্রই তাদের রিপোর্ট প্রকাশ করা হবে। সেই রিপোর্ট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে এবং সংস্কার কাজ বাস্তবায়নের পর আমরা নির্বাচনে যাবো।

এ সময় দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার নাজমুল হাসান (পিপিএম সেবা), উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) মো. আবুল হোসেন, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামসহ সরকারি কর্মকর্তা ও বৈষম্যবিরোধী ছাত্র নেতারা উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া খানসামা উপজেলার পাকের হাটে অসহায় ও দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া তিনি দুই উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি ঠাকুরগাঁও জেলার উদ্দেশ্যে যাত্রা করেন।

উল্লেখ্য, ২৪ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত তিনি দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় সফর করবেন।