সাকিব আল হাসান দেশের জার্সিতে একের পর এক গেঁথেছেন রেকর্ডের মালা। সেই সাকিব আবার মাঠ ও মাঠের বাইরে সমালোচিতও হয়েছেন বারবার। ক্যারিয়ারে খারাপ সময়ও পার করেছেন অনেকবার। তবে, সবকিছুকে ছাপিয়ে গেছেন এবার। এবার তাকে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় দায়ে অভিযুক্ত করা হয়েছে।
হত্যা মামলার আসামি সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিয়ে মামলার তদন্তের স্বার্থে তাঁকে দেশে ফিরিয়ে আনতে বিসিবি বরাবর আইনি নোটিশও পাঠানো হয়েছে। সবমিলিয়ে পাকিস্তান সফরে থাকা সাকিবের ক্রিকেট ভবিষ্যৎ দুলছে দোলাচালে।
মামলার পর সাকিবের ক্রিকেট খেলা নিয়ে যখন প্রশ্ন উঠেছে তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাশে দাঁড়িয়েছে। সাকিবের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত দেশসেরা অলরাউন্ডারকে খেলিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবার এই ইস্যুতে মুখ খুলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আজ বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকিবকে নিয়ে আশার খবর শোনান আইন উপদেষ্টা। বাঁহাতি এ অলরাউন্ডার ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. আসিফ নজরুল জানান, আমি আশা করছি, তাকে (সাকিব) গ্রেফতার করা হবে না।
সেই সঙ্গে বাংলাদেশের জন্য অনেক সম্মান বয়ে আনার পরও ফুটবলার আমিনুলকে জেল খাটানো হয়েছে উল্লেখ করে সাংবাদিকদের প্রতি পাল্টা প্রশ্ন করেন আসিফ নজরুল। আইন উপদেষ্টা বলেছেন, ‘এটাও তো আওয়ামী লীগই শুরু করেছিল, ঠিক না? আমিনুল যে ফুটবলার, সাকিব তো আর বাংলাদেশে রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনেনি। সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে। আর আমিনুল রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছে, জাতীয় দলের ক্যাপ্টেন ছিল। আমিনুলকে যেভাবে অত্যাচার করা হয়েছিল, তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন? আমিনুলকে জেলেও মারা হয়েছে। সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে শুধু।’
এরপর সাকিবের ইস্যুতে আসিফ নজরুল বলেছেন, ‘তারপরও এটা পুলিশ প্রশাসনের ব্যাপার, আমরা যেটুকু বলার সেটা বলেছি। মামলা বা এফআইআর হওয়া মানেই কিন্তু গ্রেপ্তার হওয়া না। আমার বিশ্বাস আমাদের স্বরাষ্ট্রমন্ত্রণালায় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেপ্তার করতে না যায়।’
‘তাছাড়া আপনি যতগুলো প্রশ্ন করেছেন, এ সবকিছুর জন্মদাতা হয়েছে আওয়ামী লীগ। আমিনুলকে গ্রেফাতের করে দিনের পর দিন জামিন দিচ্ছিল না। আমি নিজে এই বিষয়ে কলাম লিখেছি। কাউকে পত্রিকায় আমি লিখতে দেখি নাই। সাকিবের বিরুদ্ধে তো শুধু মামলা হয়েছে। আমি আশাকরি, সাকিব গ্রেফতার হবে না। আমরা যতদূর জানি পুলিশদের একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে, যাই করে যেন আইনগত সীমার মধ্যে থেকে করা হয়।’—যোগ করেছেন আইন উপেদষ্টা।
আরো পড়ুন : ড. ইউনূসকে এরদোয়ানের ফোন