আজ ০১জানুয়ারি-২৫ মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটির ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ দিবসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, জাতিসংঘ কর্তৃক ঘোষিত সার্বজনীন আন্তর্জাতিক মানবাধিকার সনদ বাস্তবায়ন, ন্যায়বিচার, আইনের সুশাসন, গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা, ভোটাধিকার এবং মানবাধিকার সুরক্ষায় আমৃত্যু কাজ করে যাবো, ইন শা আল্লাহ।
মানবতাই সকল ধর্মের শ্রেষ্ঠ অধ্যায়। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ত্রিশ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। আমাদের স্বপ্ন ছিলো একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সেখানে থাকবে না শোষণ, নিপীড়ন নির্যাতন, খুন, গুম, ধর্ষণ। থাকবে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতির মুক্ত বিচরণ। আরো থাকবে, স্বাধীনতা, সাম্য, সামাজিক অধিকার ও ভ্রাতৃত্বের দৃষ্টান্তমূলক উদাহরণ।
অর্ধশত বছর পরেও আজ আমরা চরমভাবে স্বপ্নহত! আমরা সকল স্বপ্ন পূরনের পথে এক পা এক পা করে এগিয়ে যাবো ইন শা আল্লাহ।
আমাদের প্রত্যেশা, মানবাধিকার লঙ্ঘন,দূর্নীতি, অনিয়ম, শোষণ, নির্যাতন, লুটতরাজ ও বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশের লড়াকু মানুষ একদিন তাদের স্বপ্ন পূরণে বিজয় নিশ্চিত করবে। ইন শা আল্লাহ, সেদিন দূরে নয়।
দখলদার ইসরাইল গাজায় চরম মানবাধিকার লঙ্ঘন করছে। হাজার হাজার শিশু, নারী-পুরুষ বৃদ্ধ-বৃদ্ধাকে ঠান্ডা মাথায় গণহারে হত্যা করছে। ধ্বংস করে দেওয়া হচ্ছে চিকিৎসা সেবা হাসপাতাল, মসজিদ, স্কুল, কলেজ। উদ্বাস্তু আশ্রয় শিবির সহ সকল কিছু পরিকল্পিতভাবে ধ্বংস করে দিচ্ছে। খবরদার ইসরায়েলের সন্ত্রাসী জঙ্গি বাহিনী। গণহত্যা ও আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধের জন্য ন্যায় বিচারের দাবী জানাচ্ছি।
ভারতের সংখ্যা লঘু নিধন ও মায়ানমারের সামরিক বাহিনী কর্তৃক রোহিঙ্গাদের গণহত্যা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ সব মিলিয়ে বিশ্বে মানবতা চরম বিপর্যয়ের মুখে। আমরা বিশ্ব মানবতার শান্তির পক্ষে।
কেন্দ্র, বিভাগ, জেলা, উপজেলা ও থানা সহ সকল পর্যায়ের মানবিক সহকর্মী, সহযোদ্ধাদের সুস্বাস্থ্য ও নিরাপদ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। জাগ্রত হোক সর্বত্র মানবিকতা,জয় হোক বিশ্ব মানবতার।
লেখক : ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি।
MTPS এর ২১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সকল সংগঠকদের অভিনন্দন ও শুভেচ্ছা