বিনোদন ডেস্ক:
আন্তর্জাতিক চলচ্চিত্রের সবচেয়ে বড় আসর অস্কারের এবারের মঞ্চটি ছিল যেন শুধুই ‘ওপেনহাইমার’এর জন্য। ৯৬তম এই আসরে সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতাসহ সাতটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে ওপেনহাইমার।
পারমাণবিক বোমার জনক জে. রবার্ট ওপেনহাইমারের জীবনীভিত্তিক এই সিনেমার নির্মাতা ক্রিস্টোফার নোলান। ছবিটি এবারের অস্কারে ১৩টি মনোনয়ন পেয়েছিলো।
সোমবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জিমি কিমেলের সঞ্চালয়নায় অনুষ্ঠিত হয় জমকালো এ আসর।
আয়ারল্যান্ডের অভিনেতা কিলিয়ান মার্ফি তাত্ত্বিক পদার্থবিদ জে. রবার্ট ওপেনহাইমারের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন এবং সেরা পরিচালক হয়েছেন ক্রিস্টোফার নোলান।
‘পুওর থিংস’ সিনেমায় অভিনয় করে এবারের আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন এমা স্টোন। লা লা ল্যান্ড সিনেমায় অভিনয়ের জন্য তিনি এর আগে ২০১৭ সালেও জেতেন অস্কার।
এবারের আসরে সেরা পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র বিভাগে অস্কার জিতেছে ইউক্রেন যুদ্ধের ওপর নির্মিত মিস্তিস্লাভ চেরনোভের প্রামাণ্যচিত্র ‘টোয়েন্টি ডেজ ইন মারিওপোল’।
ওপেনহাইমারের জয় জয়কার
পারমাণবিক বোমার জনক মার্কিন পদার্থবিজ্ঞানী জে. রবার্ট ওপেনহাইমারের জীবনীর ওপর ভিত্তি করে উপন্যাস ‘দ্য ট্রায়াম্ফ অ্যান্ড ট্র্যাজেডি অব জে. রবার্ট ওপেনহাইমার’ লিখেছেন কাই বার্ড ও মার্টিন জে শেরউইন।
উপন্যাসটি ২০০৬ সালে পুলিৎজার পুরস্কার পেয়েছিল।
সেই উপন্যাসের ওপর ভিত্তি করে সিনেমা নির্মাণ করেন ব্রিটিশ নির্মাতা ক্রিস্টোফার নোলান। এই সিনেমাটি ছিল গত বছরের অন্যতম আলোচিত সিনেমা।
এবারের আসরে অস্কারের সেরা সিনেমার ক্যাটাগরিতে মনোনয়ন তালিকায় আরও ছিল, ‘আমেরিকান ফিকশন’, ‘অ্যানাটমি অব আ ফল’, ‘বার্বি’, ‘দ্য হোল্ডওভারস’, ‘পাস্ট লাইভস’, ‘কিলারস অব দ্যা ফ্লাওয়ার মুন’, ‘মায়েস্ত্রো’, ‘পুওর থিংস’ এবং ‘দ্যা জোন অব ইন্টারেস্ট’।
রবার্ট ওপেনহাইমারকে নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে গোল্ডেন গ্লোব, বাফটাসহ আরও কয়েকটি পুরস্কারও অর্জন করেছিলো। এবারের আসরে ১৩টি মনোনয়ন পাওয়ায় সবার বাড়তি আগ্রহ ছিল এই সিনেমা ঘিরে।
ওপেনহেইমারের নির্মাতা ক্রিস্টোফার নোলান এর আগে ডার্ক নাইট ব্যাটম্যান ট্রিলজি, মেমেন্টো, ইনসেপশনের মতো জনপ্রিয় সিনেমা বানালেও অস্কার জিতেছেন এই প্রথম।
পুরস্কার জেতার জেতার পর অস্কারের মঞ্চে উঠে নোলান বললেন, “তাদের প্রতি আমার অপার ভালোবাসা, যারা আমার জন্য এখানে আছেন, আমার পুরো ক্যারিয়ারকে গুরুত্ব দিয়েছেন। চলচ্চিত্রের এক অবিশ্বাস্য যাত্রায় পুরো বিশ্ব আমার পাশে দাঁড়িয়েছে স্বজন হয়ে।”
সেরা সিনেমা ও নির্মাতার পুরস্কার তো আছেই, সেরা অভিনেতা পুরস্কার পেয়েও বাজিমাত করেছে ওপেনহাইমার।
সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করা কিলিয়ান মার্ফি পান এই পুরস্কার। অস্কারে এটি মার্ফির প্রথম মনোনয়ন এবং প্রথম জয়।
আন্তর্জাতিক চলচ্চিত্রের সবচেয়ে বড় এই অর্জন পেয়ে শুরুতেই ‘আমি অভিভূত’ বলে মঞ্চে চুপচাপ কিছুক্ষণ দাড়িয়ে থাকেন মার্ফি। এরপর বলেন, “আমি একজন গর্বিত আইরিশ হয়ে দাড়িয়ে আছি আজ এখানে।”
তিনি বলেন, “আমরা পরমানু বোমার জনক রবার্ট ওপেনইমারের ওপর সিনেমা বানিয়েছি। ভালো মন্দ যেমনই হোক, আমরা ওপেনহাইমারের পৃথিবীতে বাস করছি। তাই আজ রাতে আমি বিশ্বে যারা শান্তির জন্য করছেন, তাদের জন্য আমার পুরস্কার উৎসর্গ করছি।”
এ সিনেমায় অসাধারণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন রবার্ট ডাউনি জুনিয়র।
অস্কার জয় করে মার্ভেলের ‘আয়রন ম্যান’ খ্যাত ডাউনি এ পুরস্কার তার স্ত্রীকে উৎসর্গ করেন। তিনি পরে বলেন, “আমি মাদকের হাতে বন্দি ছিলাম, গ্রেপ্তার হয়েছি, জেলও খেটেছি। আমার স্ত্রী সুসান আমাকে তুলে নিয়ে এসে তার জীবনে আশ্রয় দিয়েছিলেন।”
চিত্রগ্রহণে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ওপেনহেইমারের চিত্রগ্রাহক হোয়েতে ভ্যান হোয়েতেমা পুরস্কার জিতেছেন সেরা চিত্রগ্রাহক ক্যাটাগরিতে।
আর সিনেমাটি সম্পাদনা করে অস্কার জিতেছেন জেনিফার লেম।এছাড়া ‘ওপেনহাইমার’ সিনেমায় সেরা মৌলিক আবহসংগীতের জন্য অস্কার জিতেছেন লুদবিগ গোরানসন।
আরও যারা অস্কার জিতলেন
অস্কারের এবারের আসরে সেরা অভিনেত্রীর খেতাব জিতেছেন এমা স্টোন। ‘পুওর থিংকস’ ছবিতে অসাধারণ অভিনয় করে সেরা অভিনেত্রীর অস্কার পেয়েছেন এমা। ‘পুওর থিংকস’ সিনেমায় তিনি বেলা বক্সটার চরিত্রে অভিনয় করেন। এর আগে ২০১৭ সালে লা লা ল্যান্ডের জন্য অস্কার পান তিনি।
আসলে সেরা পার্শ্ব অভিনেত্রীর মুকুট উঠেছে ডে’ভাইন জয় র্যান্ডলফের মাথায়। ‘দ্যা হোল্পওভারস’ সিনেমায় নৈপুন্য দেখিয়ে তিনি এই খেতাব জেতেন।
এছাড়া সেরা মৌলিক চিত্রনাট্য ক্যাটাগরিতে অস্কার পেয়েছে জাস্টিন ত্রিয়েত ও আর্থঅর হারারির ‘অ্যানাটমি অব অ্যা ফল’, সেরা রুপান্তিত চিত্রনাট্য কর্ড জেফারসনের ‘আমেরিকান ফিকশন’, সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র হায়াও মিয়াজকি ও তোশিও সুজুকির ‘দ্যা বয় অ্যান্ড দ্যা হেরন’, সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র যুক্তরাজ্যের ‘দ্যা জোন অব ইন্টারেস্ট, সেরা পোশাক পরিকল্পনা হলি ওয়াডিংটনের ‘পুওর থিংকস’।
এছাড়া সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার জিতেছে ইউক্রেনের ‘টোয়েন্টি ডেইস ইন মারিউপোল’, সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র বেন প্রাউডফুট ও ক্রিস বাওয়ার্সের ‘দ্যা রিপেয়ার শপ’, সেরা রুপসজ্জা ও চুল সজ্জার জন্য পুরস্কার জিতেছেন পুওর থিংকস সিনেমার নাদিয়া স্টেসি, জশ ওয়েস্টন ও মার্ক কুলিয়ার।
অস্কারের ৯৬তম এই আসরে সেরা মৌলিক গান নির্বাচিত হয়েছে বার্বি সিনেমার ‘হোয়াট ওয়াজ আই মেড ফর’ গানটি।
ওপেনহেইমারের পর এই আসরে বাজিমাত করেছে ‘পুওর থিংকস’ সিনেমাটি। এই সিনেমার জেমস প্রাইস, শনা হিথ ও জুজা মিহাল পেয়েছেন সেরা শিল্প নির্দেশনা পুরস্কার।
জনি বার্ন, টার্ন উইলার্সের ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ সিনেমাটি এবারের অস্কারের সেরা শব্দ পুরস্কার জিতেছে। সেরা সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: গডজিলা মাইনাস ওয়ান সিনেমাটি।
এই আসরে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ওয়েস অ্যান্ডারসন ও স্টিভেন রালসের ‘দ্য ওয়ান্ডারফুল স্টোরি অব হেনরি সুগার’ সিনেমাটি। আর সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র পুরস্কার পেয়েছে ডেভ মালিন্স ও ব্র্যাড বুকারের ওয়ার ইজ ওভার! ইন্সপায়ার্ড বাই দ্য মিউজিক অব জন অ্যান্ড ইয়োকো সিনেমাটি।
এছাড়াও ৯৬তম আসরে সম্মানসূচক অস্কার জিতেছেন মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলা ব্যাসেট, মার্কিন কমেডিয়ান, চিত্রনাট্যকার ও পরিচালক মেল ব্রুকস, চলচ্চিত্র সম্পাদক ক্যারল লিটেলটন।
নগ্ন অবস্থায় ঘোষণা হলো সেরা কস্টিউম পুরস্কার
অস্কারের প্রতিবারের আসরেই ঘটে নানা ঘটনা। সোমবারের আসরে অভিনেতা জন সিনা প্রায় নগ্ন হয়ে মঞ্চে হাজির হয়েছিলেন।
সাবেক রেসলার জন সিনা সেরা কস্টিউম ডিজাইনের পুরস্কার ঘোষণা করতে মঞ্চে এসে গায়ে কোন কাপড় রাখেননি।
লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অস্কার পুরস্কারের মঞ্চে জনকে ডেকে নিয়েছিলেন উপস্থাপক জিমি কিমেল।
তখনই বিবস্ত্র অবস্থায় মঞ্চে আসেন জন। লজ্জা নিবারণের জন্য হাতে ছিল একটা খাম, যাতে কস্টিউম ডিজাইন বিভাগে মনোনীত ও বিজয়ীর নাম লেখা ছিল।
বিজয়ীর নাম থাকা খাম দিয়ে জন সিনা তাঁর গোপনাঙ্গ ঢেকে রাখেন। মঞ্চেই বলে ওঠেন, ‘পোশাক খুবই গুরুত্বপূর্ণ।’ তখনই উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়েন। এই অভিনেতা মূলত কস্টিউমের প্রয়োজনীয়তা তুলে ধরতেই এভাবে হাজির হয়েছিলেন মঞ্চে।
এরপর সেরা কস্টিউম বিভাগে মনোনীতদের নাম পড়ার সময় আলো কমিয়ে দেওয়া হয়।
সেই সময় কয়েকজন সহকারী তাঁর জন্য গাউন নিয়ে আসেন এবং সাবেক এই রেসলারকে তা পরিয়ে দেওয়া হয়। এ বছর সেরা কস্টিউম ডিজাইনের পুরস্কার জিতে নিয়েছে ‘পুওর থিংস’ সিনেমাটি।
আরও পড়ুন : শাকিবের কোম্পানির অ্যাম্বাসেডর হলেন সাকিব