বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভকে নিয়ে নতুন ওয়েব সিরিজ নির্মাণ করছেন সৌমিক সেন, যিনি আলোচিত ‘জুবিলি’ সিরিজের সঙ্গে যুক্ত ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের গল্প নিয়ে তৈরি হচ্ছে এই সিরিজ। সব ঠিক থাকলে এই সিরিজে আরিফিন শুভ রিপরীতে দেখা যাবে সৌরসেনী মৈত্রকে।
কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে এমন দাবি করেছে। প্রতিবেদনটি নিয়ে সৌমিকের ভাষ্য, বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে পারছি না। প্রায় একই রকম ভাষ্য সৌরসেনী মৈত্রও।
প্রতিবেদনে বলা হয়েছে, কাহিনিকার-চিত্রনাট্যকার-পরিচালকের পাশাপাশি গীতিকারও সৌমিক। জানা গেছে নতুন এই সিরিজের চিত্রনাট্যের প্রাথমিক খসড়া হয়ে গিয়েছে। দুই অভিনেতার সঙ্গে প্রাথমিক কথা বলাও নাকি সারা। সব ঠিক থাকলে শীঘ্রই শুটিং শুরু হবে। সিরিজটির প্রযোজনার দায়িত্বে থাকছেন অর্পিতা চট্টোপাধ্যায়।
আনন্দবাজারের এই প্রতিবেদনের বিষয়ে আরিফিন শুভর সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর মন্তব্য পাওয়া যায়নি।
অ্যামাজন প্রাইমে ২০২৩ সালে দারুণ সাড়া ফেলে সৌমিক সেনের ‘জুবিলি’ সিরিজ। যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অদিতি রাও হায়দরি, রাম কাপুর, অপারশক্তি খুরানা কাজ করেছিলেন। ওয়েব মহলে সিরিজ়টি সাড়া ফেলতেই সৌমিকের পরের কাজ নিয়ে স্বাভাবিক ভাবেই দর্শক কৌতূহলী।
সৌমিক এর আগেও একাধিক সিনেমা পরিচালনা করেছেন। উল্লেখযোগ্য কাজ ‘গুলাব গ্যাং’, ‘মহালয়া’।
আরো পড়ুন : আয়ের রেকর্ড গড়েছে ‘তুফান’