ঢাকা ১০:০২ অপরাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

তিন দিনের রিমান্ডে অভিনেতা সিদ্দিকুর 

রাজধানীর গুলশানে ফার্নিচার দোকানের কর্মচারী পারভেজ বেপারী হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানকে তিন দিন রিমান্ডে নিতে আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন।

গুলশান থানার হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে গত ২০ আগস্ট এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে গত ২৪ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) সামিউল ইসলাম আসামি সিদ্দিককে ১০ দিন রিমান্ডে নিতে আবেদন করেন। ওইদিন আবেদনের শুনানি শেষে বিচারক রিমান্ডের শুনানির পরবর্তী দিন ধার্য করেন ৩ সেপ্টেম্বর (আজ)।

গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মোক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, আজ রিমান্ড শুনানি উপলক্ষে আসামি অভিনেতা সিদ্দিকুর রহমানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর তার উপস্থিতিতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারক তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার নথি থেকে জানা গেছে , গত বছরের ১৯ জুলাই গুলশানের সুবাস্তু টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী। ওই দিন জুমার নামাজের পর আসামিদের ছোড়া গুলিতে আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর পারভেজের বাবা মো. সবুজ গত বছরের ২ জুলাই গুলশান থানায় মামলা করেন।

চলতি বছরের ২৯ এপ্রিল বিকেলে বেইলি রোড দিয়ে যাওয়ার সময় কয়েকজন যুবক অভিনেতা সিদ্দিককে আটক করে। পরে তাকে রমনা থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। এরপর তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।

সৃজিতের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা সুখকর ছিল না বাঁধনের

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

তিন দিনের রিমান্ডে অভিনেতা সিদ্দিকুর 

আপডেট সময় ০৬:৫৪:২৬ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর গুলশানে ফার্নিচার দোকানের কর্মচারী পারভেজ বেপারী হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানকে তিন দিন রিমান্ডে নিতে আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন।

গুলশান থানার হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে গত ২০ আগস্ট এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে গত ২৪ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) সামিউল ইসলাম আসামি সিদ্দিককে ১০ দিন রিমান্ডে নিতে আবেদন করেন। ওইদিন আবেদনের শুনানি শেষে বিচারক রিমান্ডের শুনানির পরবর্তী দিন ধার্য করেন ৩ সেপ্টেম্বর (আজ)।

গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মোক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, আজ রিমান্ড শুনানি উপলক্ষে আসামি অভিনেতা সিদ্দিকুর রহমানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর তার উপস্থিতিতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারক তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার নথি থেকে জানা গেছে , গত বছরের ১৯ জুলাই গুলশানের সুবাস্তু টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী। ওই দিন জুমার নামাজের পর আসামিদের ছোড়া গুলিতে আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর পারভেজের বাবা মো. সবুজ গত বছরের ২ জুলাই গুলশান থানায় মামলা করেন।

চলতি বছরের ২৯ এপ্রিল বিকেলে বেইলি রোড দিয়ে যাওয়ার সময় কয়েকজন যুবক অভিনেতা সিদ্দিককে আটক করে। পরে তাকে রমনা থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। এরপর তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।

সৃজিতের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা সুখকর ছিল না বাঁধনের