ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দূরারোগ্য ক্যানসারে আক্রান্ত অভিনেতা ওয়ালিউল হক রুমি

দূরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ওয়ালিউল হক রুমি। বর্তমানে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এ অভিনেতা।

তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক অভিনেতা রওনক হাসান।

গুণী এই অভিনেতার পারিবারিক সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরেই কোলন ক্যানসারে আক্রান্ত রুমি। ভারতের চেন্নাইয়ে চিকিৎসাও করিয়েছেন। আর এখন হাসপাতালের সিসিইউতে আছেন তিনি। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চিকিৎসা চলছে তার।

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত রুমি। ক্যারিয়ারে অসংখ্য নাটক ও সিনেমায় অভিনয় করেছেন। দুর্দান্ত অভিনয়ে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন। পর্দায় তার উপস্থিতি মানেই দর্শকের আনন্দ। আর সাম্প্রতিক বরিশালের আঞ্চলিক ভাষায় অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে। এ ভাষাতেই দর্শক হাসিয়েছেন। আবার কখনো কখনো তার কোনো সংলাপে কাঁদতে হয়েছে।

অভিনেতা রুমির জন্ম বরগুনায়। বাবা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ও মা হামিদা হক। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার ছোট। ১৯৮৮ সালে বেইলি রোডের ‘এখনও ক্রীতদাস’ নাটকের মাধ্যমে অভিনয় শুরু তার। একই বছর ‘কোন কাননের ফুল’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক হয়। এরপর থেকে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন রুমি। টেলিভিশনের পাশাপাশি সিনেমায়ও অভিনয় করেছেন। ২০০৯ সালে ‘দড়িয়াপাড়ের দৌলতি’ সিনেমায় প্রথম দেখা যায় তাকে।

রুমি অভিনীত নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘সাজেশন সেলিম’, ‘বোকাসোকা তিনজন’, ‘জার্নি বাই বাস’, ‘বাকির নাম ফাঁকি’, ‘জমজ-৫’, ‘জমজ-৬’, ‘জমজ-৭’, ‘জমজ-৮’, ‘জমজ-৯’, ‘জমজ-১০’, ‘কমেডি ৪২০’, ‘প্রেসিডেন্ট সিরাজউদ্দৌলা’, ‘আকাশ চুরি’ ইত্যাদি।

আরো পড়ুন  : অভিনয় পারেন না শাকিব খান!

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দূরারোগ্য ক্যানসারে আক্রান্ত অভিনেতা ওয়ালিউল হক রুমি

আপডেট সময় ০৭:৩০:০৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪

দূরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ওয়ালিউল হক রুমি। বর্তমানে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এ অভিনেতা।

তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক অভিনেতা রওনক হাসান।

গুণী এই অভিনেতার পারিবারিক সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরেই কোলন ক্যানসারে আক্রান্ত রুমি। ভারতের চেন্নাইয়ে চিকিৎসাও করিয়েছেন। আর এখন হাসপাতালের সিসিইউতে আছেন তিনি। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চিকিৎসা চলছে তার।

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত রুমি। ক্যারিয়ারে অসংখ্য নাটক ও সিনেমায় অভিনয় করেছেন। দুর্দান্ত অভিনয়ে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন। পর্দায় তার উপস্থিতি মানেই দর্শকের আনন্দ। আর সাম্প্রতিক বরিশালের আঞ্চলিক ভাষায় অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে। এ ভাষাতেই দর্শক হাসিয়েছেন। আবার কখনো কখনো তার কোনো সংলাপে কাঁদতে হয়েছে।

অভিনেতা রুমির জন্ম বরগুনায়। বাবা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ও মা হামিদা হক। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার ছোট। ১৯৮৮ সালে বেইলি রোডের ‘এখনও ক্রীতদাস’ নাটকের মাধ্যমে অভিনয় শুরু তার। একই বছর ‘কোন কাননের ফুল’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক হয়। এরপর থেকে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন রুমি। টেলিভিশনের পাশাপাশি সিনেমায়ও অভিনয় করেছেন। ২০০৯ সালে ‘দড়িয়াপাড়ের দৌলতি’ সিনেমায় প্রথম দেখা যায় তাকে।

রুমি অভিনীত নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘সাজেশন সেলিম’, ‘বোকাসোকা তিনজন’, ‘জার্নি বাই বাস’, ‘বাকির নাম ফাঁকি’, ‘জমজ-৫’, ‘জমজ-৬’, ‘জমজ-৭’, ‘জমজ-৮’, ‘জমজ-৯’, ‘জমজ-১০’, ‘কমেডি ৪২০’, ‘প্রেসিডেন্ট সিরাজউদ্দৌলা’, ‘আকাশ চুরি’ ইত্যাদি।

আরো পড়ুন  : অভিনয় পারেন না শাকিব খান!