প্রিয় অভিনেতাকে সামনে থেকে একটিবার দেখার ইচ্ছে ছিল। কিন্তু সেই ইচ্ছেই যে প্রাণ কেড়ে নেবে, তা অনুমানও করতে পারেননি দিল্লির হায়দরাবাদের এক নারী। হায়দরাবাদে ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে ভিড়ের চাপে প্রাণ গেল এক নারীর। রেহাই পেল না তার ছোট্ট শিশুটিও।
আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মুক্তি পেল আল্লু অর্জুন, রাশ্মিকা মান্দানা অভিনীত সিনেমা ‘পুষ্পা ২’। বুধবার রাতে হায়দরাবাদে এই সিনেমার প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারের বাইরে অনুরাগীদের ভিড় উপচে পড়েছিল। এমনকী, ভিড় সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছিল স্থানীয় পুলিশ।
ভিড়ের মধ্যে যখন থিয়েটারের সামনে প্রবেশ করলেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন, তখন তাকে সামনে থেকে দেখতে গিয়েই অনুরাগীদের মধ্য়ে উত্তেজনা শুরু হলো। এই পরিস্থিতিতেই পদপৃষ্ট হয়ে মৃত্যু হলো ৩৯ বছর বয়সী এক নারী ও শিশুর।
অনুরাগীদের ভিড় এতটাই বেড়ে গিয়েছিল যে আল্লু অর্জুনও বেশিক্ষণ থিয়েটারের বাইরে দাড়িয়ে থাকতে পারেননি। তাড়াতাড়ি থিয়েটার ছাড়েন তিনি। ভিড় উপচে পড়ে তার গাড়ির উপরও।
প্রসঙ্গত, ‘পুষ্পা ২’ বিশ্বের তিন হাজার স্থানে বাংলা, হিন্দিসহ তামিল, তেলুগু, মালায়ালাম, কন্নড়ের মতো আরও চারটি ভাষায় মুক্তি পেল ‘পুষ্পা ২: দ্য রুল’। যা মুক্তির আগেই ৪০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে।
ভারতীয় দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির সিনে বিশেষজ্ঞদের মতে, এই সিনেমা ওপেনিং ডে-তেই কেজিএফ ২-এর ব্যবসার রেকর্ড ভেঙে চুরমার করবে। ‘পুষ্পা’ সিনেমার দ্বিতীয়ভাগে চিত্রনাট্যে বড়সড় বদল রয়েছে। ক্লাইম্যাক্স নাকি একেবারে চমকে দেবে দর্শকদের।
পরিচালক সুকুমার ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ‘পুষ্পা’ সিনেমাটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এই সিনেমার দ্বিতীয়ভাগ সাজানো হয়েছে। মাসখানেক আগে মুক্তি পাওয়া ‘পুষ্পা ২- দ্য় রুল’ সিনেমার টিজার প্রথম ঝলকেই চমকে দিয়েছেন আল্লু অর্জুন, রাশ্মিকারা। টিজার দেখার পর থেকেই এই সিনেমার জন্য উন্মুখ হয়ে রয়েছেন দর্শক।