একদিকে তো পুষ্পা ২-কে নিয়ে মাতামাতি লেগেই রয়েছে, এদিকে টিমের তরফ থেকে পুষ্পা ৩ নিয়ে একটি ছোট্ট আপডেট, যা পরে অবশ্য ডিলিট করা হয়, আসতেই পাগল অবস্থা অনুরাগীদের।
ভারতীয় সিনেমার সবচেয়ে বড় ব্লকবাস্টার পুষ্পার কি তৃতীয় সিজনও আসছে? এই মুহুর্তে এটি সবচেয়ে জোরালো একটি প্রশ্ন।
পুষ্পা ২: দ্য রুল তার বড় ব্যানার রিলিজ থেকে মাত্র একদিন দূরে, যার জন্য বিশ্বজুড়ে ভক্তরা শ্বাসরুদ্ধকর অপেক্ষা করছেন। ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলা সিনেমাটি যে ব্লকবাস্টার হতে চলেছে, তার আন্দাজ পাওয়া গিয়েছে টিকিটের প্রি বুকিং থেকেই। জানা যাচ্ছে, মুক্তির আগেই ছবি তৈরির বাজেট ঢুকে গিয়েছে নির্মাতাের পকেটে। একাধিক রিপোর্টে দাবি ইতিমধ্যেই ১২০০ কোটির কাছাকাছি (থিয়েট্রিকাল রাইটস বিক্রি করে ৬৪০ কোটি ও ডিজিটাল রাইটস থেকে ২৭৫ কোটি) ঢুকে গিয়েছে ঘরে। আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দনার সিনেমা নিঃসন্দেহে আরও বেশি আয় করবে। ভেঙে দিতে পারে এতদিনের সব সিনেমার সব রেকর্ড।
সম্প্রতি, অস্কার পুরস্কার বিজয়ী সাউন্ড ডিজাইনার রেসুল পুকুট্টি তার X (পূর্বে পরিচিত ছিল টুইটার) হ্যান্ডেলে একটি ফটো শেয়ার করে প্রকাশ করে যে, পুষ্পা ২-এর জন্য সাউন্ড মিক্সিং করা হয়েছে। কিন্তু যে বিষয়টি সবার নজর কেড়েছে তা হল ব্যাকগ্রাউন্ডে পোস্টার যাতে লেখা ছিল, ‘পুষ্পা ৩: দ্য র্যাম্পেজ’। তবে সাউন্ড ডিজাইনার শীঘ্রই তার ভুল বুঝতে পেরে তার পোস্ট মুছে দেন। তাতে অবশ্য ছবিটির ভাইরাল হয়ে যাওয়া আটকানো যায়নি।
মজার ব্যাপার হল, বিজয় দেবেরাকোন্ডাও আগেই প্রকাশ করেছিলেন যে সুকুমারের পরিচালনায় ৩টি অংশ থাকবে – পুষ্পা: দ্য রাইজ, পুষ্পা: দ্য রুল এবং পুষ্পা: দ্য র্যাম্পেজ। ‘শুভ জন্মদিন আরিয়াসুক্কু স্যার – আমি আপনার সুস্বাস্থ্য ও সুখ কামনা করি! আপনার সঙ্গে ফিল্ম সিনেমা করার জন্য অপেক্ষা করতে পারি না ভালোবাসা এবং আলিঙ্গন। ২০২১ – রাইজ। ২০২২ – দ্য রুল। ২০২৩ – দ্য র্যাম্পেজ, দেবেরাকোন্ডা ২০২২ সালে পোস্ট করেছেন। লাইগার অভিনেতার পোস্টটি এখন সোশ্যাল মিডিয়াতেও পুনরায় শেয়ার হচ্ছে। তাঁদের মনে প্রশ্ন, বিজয় কি তাহলে পুষ্পা ৩-এর অংশ?
আগামী ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘পুষ্পা ২: দ্য রুল’। আল্লু অর্জুন বর্তমানে পুষ্পা ২: দ্য রুল মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবিটি পুষ্পা রাজের চরিত্রে তাঁর প্রত্যাবর্তনকে চিহ্নিত করবে, যেখানে রশ্মিকা মান্দানাকে শ্রীবল্লীর চরিত্রে ফিরে আসতে দেখা যাবে।