ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আবার ও বিয়ের প্রস্তাব পেলেন সালমান খান

আতঙ্কে দিন কাটছে বলিউডের ভাইজান সালমান খানের। গত সপ্তাহে প্রকাশ্যে খুন হয়েছেন সালমান খানের ঘনিষ্ঠ রাজনৈতিক নেতা বাবা সিদ্দিকি। তারপর থেকে ক্রমাগত প্রাণনাশের হুমকি পাচ্ছেন সালমান। বহু বছরের পুরোনো কৃষ্ণসার হরিণ শিকারের মামলায় তাকে আক্রমণ করতে চাইছে লরেন্স বিষ্ণোই ও তার দলবল। এরই মধ্যে ফের বিয়ের প্রস্তাব পেলেন ভাইজান।

বাবা সিদ্দিকি যখন গুলিবিদ্ধ হন, তখন শুটিংয়ে ব্যস্ত ছিলেন সালমান খান। নিরাপত্তার খাতিরে হাসপাতালে যেতে নিষেধ করা হয়েছিল তাকে। কিন্তু শুটিং বন্ধ করেই সিদ্দিকি পরিবারের পাশে গিয়ে দাঁড়ান সালমান। তবে, তারপর থেকে ফের মন দিয়েছেন শুটিংয়ে। নিয়মিত শুটিং হচ্ছে ‘বিগ বস ১৮’-এর। এবার প্রকাশ্যে এসেছে সেই অনুষ্ঠানেরই একটি ভিডিও। সেখানে‘বিগ বস’-এর ঘরে এবার প্রতিযোগী হিসেবে এসেছেন অভিনেত্রী চাহত পাণ্ড্য। তার সঙ্গে কথোপকথনের সময়েই সরাসরি বিয়ের প্রস্তাব পেলেন সালমান খান।

সেই ভাইরাল ভিডিওতে দেখা গেছে, চাহত কেমন মানুষকে বিয়ে করতে চান, জানতে চেয়েছেন সালমান। অন্য প্রতিযোগীদের নাম করে চাহত তাদের গুণাবলির উল্লেখ করতে শুরু করেন। জানান তিনি কর্ণবীর মিশ্রের মতো মানুষকে চান যিনি নিয়মিত শরীরচর্চা করে নিজের খেয়াল রাখেন। আবার অবিনাশ মিশ্রের মতো একজন তুখোড় নৃত্য শিল্পীকেও চান, ভিভিয়ান ডিসেনার মতো সুন্দর চুলের পুরুষকেও তিনি কামনা করেন। কিন্তু এতগুণ কি আদৌ একজন মানুষের মধ্যে থাকা সম্ভব? এই প্রশ্ন উঠতেই চাহত সরাসরি সালমানকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। বলেন, ‘আপনিই বিয়ে করে নিন না আমাকে।’

দুশ্চিন্তার পাহাড় মাথায় নিয়েও চাহতের প্রস্তাবে সাড়া দেন সালমান। অভিনেত্রীর দিকে তাকিয়ে মিষ্টি করে হাসেন। তারপর বলেন, ‘এই যে এত রকমের গুণের কথা আপনি বললেন, তার একটাও আমার মধ্যে নেই। সবচেয়ে বড় কথা, আপনার মায়ের সঙ্গে আমার একেবারেই মিল হবে না।’ এরপর চাহত বলেন, বিষয়টি তিনি কথা বলে মিটিয়ে নেবেন, কোনো অসুবিধা হবে না।

গোটা ভিডিওটি নিজের ইন্সটাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। লিখেছেন, ‘কোনো ক্যাপশনের প্রয়োজন নেই। ভিডিওতেই সব বলা আছে।

মুক্তির আগেই আয় ১৪০০ কোটি, ‘পুষ্পা ২’ মুক্তি পাবে বাংলাদেশে

কবে আসবে ‘কেজিএফ থ্রি’?

২০ কোটি টাকা সিনেমায় অনুদান না দিয়ে সিনেপ্লেক্স করে দেয়া উচিত

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আবার ও বিয়ের প্রস্তাব পেলেন সালমান খান

আপডেট সময় ০৩:০৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

আতঙ্কে দিন কাটছে বলিউডের ভাইজান সালমান খানের। গত সপ্তাহে প্রকাশ্যে খুন হয়েছেন সালমান খানের ঘনিষ্ঠ রাজনৈতিক নেতা বাবা সিদ্দিকি। তারপর থেকে ক্রমাগত প্রাণনাশের হুমকি পাচ্ছেন সালমান। বহু বছরের পুরোনো কৃষ্ণসার হরিণ শিকারের মামলায় তাকে আক্রমণ করতে চাইছে লরেন্স বিষ্ণোই ও তার দলবল। এরই মধ্যে ফের বিয়ের প্রস্তাব পেলেন ভাইজান।

বাবা সিদ্দিকি যখন গুলিবিদ্ধ হন, তখন শুটিংয়ে ব্যস্ত ছিলেন সালমান খান। নিরাপত্তার খাতিরে হাসপাতালে যেতে নিষেধ করা হয়েছিল তাকে। কিন্তু শুটিং বন্ধ করেই সিদ্দিকি পরিবারের পাশে গিয়ে দাঁড়ান সালমান। তবে, তারপর থেকে ফের মন দিয়েছেন শুটিংয়ে। নিয়মিত শুটিং হচ্ছে ‘বিগ বস ১৮’-এর। এবার প্রকাশ্যে এসেছে সেই অনুষ্ঠানেরই একটি ভিডিও। সেখানে‘বিগ বস’-এর ঘরে এবার প্রতিযোগী হিসেবে এসেছেন অভিনেত্রী চাহত পাণ্ড্য। তার সঙ্গে কথোপকথনের সময়েই সরাসরি বিয়ের প্রস্তাব পেলেন সালমান খান।

সেই ভাইরাল ভিডিওতে দেখা গেছে, চাহত কেমন মানুষকে বিয়ে করতে চান, জানতে চেয়েছেন সালমান। অন্য প্রতিযোগীদের নাম করে চাহত তাদের গুণাবলির উল্লেখ করতে শুরু করেন। জানান তিনি কর্ণবীর মিশ্রের মতো মানুষকে চান যিনি নিয়মিত শরীরচর্চা করে নিজের খেয়াল রাখেন। আবার অবিনাশ মিশ্রের মতো একজন তুখোড় নৃত্য শিল্পীকেও চান, ভিভিয়ান ডিসেনার মতো সুন্দর চুলের পুরুষকেও তিনি কামনা করেন। কিন্তু এতগুণ কি আদৌ একজন মানুষের মধ্যে থাকা সম্ভব? এই প্রশ্ন উঠতেই চাহত সরাসরি সালমানকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। বলেন, ‘আপনিই বিয়ে করে নিন না আমাকে।’

দুশ্চিন্তার পাহাড় মাথায় নিয়েও চাহতের প্রস্তাবে সাড়া দেন সালমান। অভিনেত্রীর দিকে তাকিয়ে মিষ্টি করে হাসেন। তারপর বলেন, ‘এই যে এত রকমের গুণের কথা আপনি বললেন, তার একটাও আমার মধ্যে নেই। সবচেয়ে বড় কথা, আপনার মায়ের সঙ্গে আমার একেবারেই মিল হবে না।’ এরপর চাহত বলেন, বিষয়টি তিনি কথা বলে মিটিয়ে নেবেন, কোনো অসুবিধা হবে না।

গোটা ভিডিওটি নিজের ইন্সটাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। লিখেছেন, ‘কোনো ক্যাপশনের প্রয়োজন নেই। ভিডিওতেই সব বলা আছে।

মুক্তির আগেই আয় ১৪০০ কোটি, ‘পুষ্পা ২’ মুক্তি পাবে বাংলাদেশে

কবে আসবে ‘কেজিএফ থ্রি’?

২০ কোটি টাকা সিনেমায় অনুদান না দিয়ে সিনেপ্লেক্স করে দেয়া উচিত