ঢাকা ১২:০৯ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তির আগেই রজনীকান্তের ‘কুলি’ সিনেমার আয় ২৫০ কোটি

দক্ষিণী সিনেমার তারকা রজনীকান্ত ও জনপ্রিয় নির্মাতা লোকেশ কানাগারাজের নতুন সিনেমা ‘কুলি’ মুক্তির আগেই দর্শকমহলে তুমুল আলোচনায়। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৫ আগস্ট, তবে মুক্তির অনেক আগে থেকেই অগ্রিম টিকিট বিক্রি ও স্বত্ব বিক্রিতে রেকর্ড গড়েছে।

স্যাকনিল্কের প্রতিবেদন অনুযায়ী, ‘কুলি’ মুক্তির পর অনলাইন মাধ্যমে প্রদর্শনের স্বত্ব কিনেছে অ্যামাজন প্রাইম। এই চুক্তির মূল্য প্রায় ১২০ কোটি , যা দক্ষিণী চলচ্চিত্র শিল্পে অন্যতম বড় চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে, মুক্তির প্রথম দিনের জন্য বিশ্বজুড়ে অগ্রিম টিকিট বিক্রির পরিমাণ ইতোমধ্যেই ৫০ কোটি ছাড়িয়েছে। এর মধ্যে ভারতের অভ্যন্তরীণ বাজার থেকে এসেছে প্রায় ১৪ কোটি, যেখানে তামিল ভাষার সংস্করণেই বিক্রি হয়েছে প্রায় ১০ কোটি টাকার টিকিট। যুক্তরাষ্ট্রে প্রিমিয়ার প্রদর্শনী থেকে আয় হয়েছে প্রায় ২.৫ কোটি, আর সেখানকার মোট অগ্রিম বিক্রি দাঁড়িয়েছে প্রায় ৮.৭ কোটি। কেবল যুক্তরাষ্ট্রেই প্রায় ৪.৮ কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গেছে, যা পূর্ববর্তী রেকর্ড ভাঙার পথে।

ডিজিটাল, আন্তর্জাতিক, সঙ্গীত ও স্যাটেলাইট স্বত্ব বিক্রি মিলিয়ে কুলি মুক্তির আগেই আয় করেছে প্রায় ২৫০ কোটি। সিনেমার বাজেট প্রায় ৩৭৫ কোটি। ফলে মুক্তির আগেই এ আয়কে বিশাল সাফল্য হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

লোকেশ কানাগারাজ পরিচালিত ‘কুলি’তে রজনীকান্তের সঙ্গে রয়েছেন নাগার্জুনা, আমির খান, উপেন্দ্র, শ্রুতি হাসান, সৌবিন শাহিরসহ এক ঝাঁক তারকা। অ্যাকশন ও গণমুখী বিনোদনের সমন্বয়ে এ সিনেমাটি এ বছরের অন্যতম বড় দক্ষিণী মুক্তি হতে চলেছে বলে ধারণা করা হচ্ছে।

প্রচারণা ছাড়াই যেভাবে ব্লকবাস্টার হলো ‘সাইয়ারা’

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মুক্তির আগেই রজনীকান্তের ‘কুলি’ সিনেমার আয় ২৫০ কোটি

আপডেট সময় ১১:২৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

দক্ষিণী সিনেমার তারকা রজনীকান্ত ও জনপ্রিয় নির্মাতা লোকেশ কানাগারাজের নতুন সিনেমা ‘কুলি’ মুক্তির আগেই দর্শকমহলে তুমুল আলোচনায়। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৫ আগস্ট, তবে মুক্তির অনেক আগে থেকেই অগ্রিম টিকিট বিক্রি ও স্বত্ব বিক্রিতে রেকর্ড গড়েছে।

স্যাকনিল্কের প্রতিবেদন অনুযায়ী, ‘কুলি’ মুক্তির পর অনলাইন মাধ্যমে প্রদর্শনের স্বত্ব কিনেছে অ্যামাজন প্রাইম। এই চুক্তির মূল্য প্রায় ১২০ কোটি , যা দক্ষিণী চলচ্চিত্র শিল্পে অন্যতম বড় চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে, মুক্তির প্রথম দিনের জন্য বিশ্বজুড়ে অগ্রিম টিকিট বিক্রির পরিমাণ ইতোমধ্যেই ৫০ কোটি ছাড়িয়েছে। এর মধ্যে ভারতের অভ্যন্তরীণ বাজার থেকে এসেছে প্রায় ১৪ কোটি, যেখানে তামিল ভাষার সংস্করণেই বিক্রি হয়েছে প্রায় ১০ কোটি টাকার টিকিট। যুক্তরাষ্ট্রে প্রিমিয়ার প্রদর্শনী থেকে আয় হয়েছে প্রায় ২.৫ কোটি, আর সেখানকার মোট অগ্রিম বিক্রি দাঁড়িয়েছে প্রায় ৮.৭ কোটি। কেবল যুক্তরাষ্ট্রেই প্রায় ৪.৮ কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গেছে, যা পূর্ববর্তী রেকর্ড ভাঙার পথে।

ডিজিটাল, আন্তর্জাতিক, সঙ্গীত ও স্যাটেলাইট স্বত্ব বিক্রি মিলিয়ে কুলি মুক্তির আগেই আয় করেছে প্রায় ২৫০ কোটি। সিনেমার বাজেট প্রায় ৩৭৫ কোটি। ফলে মুক্তির আগেই এ আয়কে বিশাল সাফল্য হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

লোকেশ কানাগারাজ পরিচালিত ‘কুলি’তে রজনীকান্তের সঙ্গে রয়েছেন নাগার্জুনা, আমির খান, উপেন্দ্র, শ্রুতি হাসান, সৌবিন শাহিরসহ এক ঝাঁক তারকা। অ্যাকশন ও গণমুখী বিনোদনের সমন্বয়ে এ সিনেমাটি এ বছরের অন্যতম বড় দক্ষিণী মুক্তি হতে চলেছে বলে ধারণা করা হচ্ছে।

প্রচারণা ছাড়াই যেভাবে ব্লকবাস্টার হলো ‘সাইয়ারা’