কোটা আন্দোলনে শিক্ষার্থী হত্যার গ্রহণযোগ্য বিচার এবং গণগ্রেফতার বন্ধসহ তাদের বিভিন্ন দাবির সঙ্গে সংহতি জানাতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে চলচ্চিত্র এবং নাটকের বিভিন্ন স্তরের শিল্পীরা। আজ বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে রাজধানীর ফার্মগেইটে একটি মিছিলের মাধ্যমে এই বিক্ষোভের শুরু হয়।
নাট্যব্যক্তিত্ব মামুনুর রশিদ, পরিচালক অমিতাভ রেজা, টিভি অভিনেতা মোশাররফ করিম, চলচ্চিত্র নায়ক সিয়াম, নায়িকা বাঁধন, মিথিলাসহ অসংখ্য মডেল ও চলচ্চিত্র কলাকুশলী এতে অংশ নেন।
বৃষ্টি উপেক্ষা করে নানা ব্যানার নিয়ে তারা আজ ফার্মগেটে সমবেত হন। গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক- এমন স্লোগানে মুখরিত হয়ে উঠে সেখানকার চারপাশ। তাছাড়া বিভিন্ন গান গেয়েও নিজেদের প্রতিবাদ জানিয়েছেন তারা।
এ সময় সিয়াম আহমেদ বলেন, ‘আমার পক্ষ থেকে আলাদা কিছু বলার নাই। সারা দেশের মানুষের যে দাবি সেটাই আমার দাবি। যখন এত মানুষ একটা দাবি নিয়ে এক হয় তখন একটু হলেও মাথায় আনা দরকার সেটা। আমাদের ভাই-বোনেরা মারা যাচ্ছে। আপনি যদি সুস্থ সবল মানুষ হন, তবে রাতে ঘুমাতে পারবেন না। আমার কানে এখনও মুগ্ধর ‘ কারও পানি লাগবে’ কথাটি কানে বাজে। এইটা যতদিন মাথায় থাকবে আমরা ততদিন শান্তিতে ঘুমাতে পারবো না।’
তিনি আরও বলেন, ‘আমরাতো সারাজীবন মানুষের জন্যই কাজ করেছি। এককভাবে কাউকে দেখানোর জন্য আমরা কাজ করি না। যারা আমাদের ভক্ত তাদের পাশে যদি এসময় না দাঁড়াতে পারি, তাহলে আমাদের কাজ করার কোনো মানে নেই।’
সিয়াম বলেন, ‘এই বাচ্চাগুলো কোনো অন্যায় দাবি রাখে নাই। এক একজন মায়ের আহাজারি; যার যায় সেই বোঝে। এর বিচার না হলে কেউ শান্তি পাবে না।’
আজমেরী হক বাঁধন বলেন, ‘যে রাষ্ট্র প্রকাশ্যে নিরহ মানুষের উপর নির্বিচারে গুলি চালায়। নির্বিচারে গণ-গ্রেপ্তার করে, সেই রাষ্ট্র কখনো এক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রতিচ্ছবি হতে পারে না। আজকে ওই বাচ্চাগুলোর জায়গায় আপনার মেয়ে থাকতে পারতো, ওই শিক্ষার্থীদের মাঝে আমার সন্তান থাকতে পারতো। ওই মানষগুলোর জায়গায় আমরা থাকতে পারতাম। এই রাষ্ট্র আমাদের নিরাপত্তা দিতে পারে নাই। এটির দায় রাষ্ট্রের নিতে হবে।’
নিজের নিরাপত্তার বিষয়ে শঙ্কা প্রকাশ করে বাঁধন বলেন, ‘আমাদের নিরাপত্তা দিতে হবে। আমি যখন আমার অধিকারের জন্য রাস্তায় দাঁড়াব, তখন দলীয় ট্যাগ দিবে যারা, তাদের এই রাজনীতি থেকে বের হতে হবে। আমার অধিকার লাগবে। আমারে অন্য কোনো দেশের পাসপোর্ট নেই। আমি এই দেশে থাকবো। আমার অধিকার স্বাধীনতা নিয়ে থাকবো। এভাবে নিপীড়িত হয়ে এই দেশে থাকবো না।’
এ সময় অন্যান্য বক্তারা আরও বলেন, ছাত্রদের ওপর এমন নির্বিচারে গুলি ও হত্যাকাণ্ড কোনো বিবেকবান মানুষ মেনে নিতে পারেনা। এ কারণে তারা মাঠে নেমেছেন। তাদের দাবি, ছাত্রদের এমন দমন পীড়ন করে ক্ষমতায় টিকে থাকা সহজ নয়। শিল্পীদের দাবি, আইনশৃঙ্খলা বাহিনী ব্লক রেড দিয়ে যেভাবে ছাত্রদের গ্রেফতার করছে তা কোনভাবেই সভ্য সমাজে হতে পারেনা। আগামিকাল আবাহনী মাঠে পাশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন তারা।
আরো পড়ুন : কণ্ঠশিল্পী জুয়েল মারা গেছেন